সিলেট সাহিত্য পরিষদের ‘শীতআড্ডা’
- আপলোড সময় : ০১-০২-২০২৫ ১০:৪৮:৫৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০১-০২-২০২৫ ১১:০০:২৬ পূর্বাহ্ন
সিলেট সাহিত্য পরিষদের ‘শীতআড্ডা’য় বক্তারা বলেছেন, বাংলা সাহিত্যে ঋতুবৈচিত্রের প্রভাব অনস্বীকার্য। শীতের স্নিগ্ধ শান্ত রূপ শহরের তুলনায় গ্রামীণ প্রকৃতিতে বেশি পরিস্ফুটিত। যান্ত্রিক এই যুগে আমাদের নতুন প্রজন্মকে ঋতুবৈচিত্রের আমেজে নিমগ্ন করার উদ্যোগ নিতে হবে। ৩১ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরের স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত এই সাহিত্যআড্ডায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি পুলিন রায়। সাধারণ সম্পাদক কবি আলাউদ্দিন তালুকদারের সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. নিয়াজ উদ্দীন ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির ইংরেজি বিভাগের চেয়ারম্যান কবি প্রণবকান্তি দেব। আলোচনা ও লেখা পাঠে অংশগ্রহণ করেন সিলেট সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাকালীন প্রচার সম্পাদক কবি আনিসুর রহমান বাবুল, কবি মনজুর মোহাম্মদ, কবি-সংগঠক রিপন মিয়া ও সুধাংশু দেব প্রমুখ। - সংবাদ বিজ্ঞপ্তি
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ