প্রফেসর সৈয়দ মহিবুল ইসলামকে সংবর্ধনা দিল জলকন্যা সাহিত্য পরিষদ
- আপলোড সময় : ০১-০২-২০২৫ ১০:৪৫:০৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০১-০২-২০২৫ ১০:৪৫:০৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
জলকন্যা সাহিত্য পরিষদের উদ্যোগে প্রফেসর সৈয়দ মহিবুল ইসলামকে গুণীজন সম্মাননা প্রদান ও ‘জলকন্যা কাব্যগ্রন্থ’র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যা ৬টায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রফেসর পরিমল কান্তি দে। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি ও লেখক সুখেন্দু সেন, দৈনিক সুনামকণ্ঠ’র স¤পাদক ও প্রকাশক বিজন সেন রায়, দৈনিক সুনামগঞ্জের ডাক সম্পাদক ও প্রকাশক এবং সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেরগুল আহমেদ, ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নুরুজ আলী, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, অ্যাড. মুজিবুর রহমান, ডেইলি সুনামগঞ্জ ডটকম-এর ভারপ্রাপ্ত স¤পাদক রওনক আহমেদ, জলকন্যা সাহিত্য পরিষদের সহ-সভাপতি আশরাফ হোসেন লিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জলকন্যা সাহিত্য পরিষদের সভাপতি কবি কোহিনূর বেগম।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জলকন্যা সাহিত্য পরিষদের সাধারণ স¤পাদক প্রভাষক মো. মশিউর রহমান।
প্রভাষক মো. মশিউর রহমান ও শিক্ষক রোকসানা ইয়াসমিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি কুমার সৌরভ, অ্যাড. খলিল রহমান, বিধান চন্দ্র বণিক, হিজল-করচের স¤পাদক রাজেশ কান্তি দাস, কবি শেখ এম.এ ওয়ারিশ, কবি ইয়াকুব বখত বাহলুল, সাংবাদিক সেলিম আহমদ, কবি মাসুদ আহমেদ, মধ্যনগর সাহিত্য পরিষদের সভাপতি কবি অজয় রায়।
কবিতা আবৃত্তি করেন কবি ফজলুল হক দোলন, পপি ভৌমিক। গান পরিবেশন করেন গীতিকার জহিরুল ইসলাম। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কোহিনূর বেগম।
সুনামগঞ্জের কৃতী সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী, লেখক, সাংবাদিক ও গবেষক অ্যাড. রনেন্দ্র তালুকদার পিংকু’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে ‘জলকন্যা কাব্যগ্রন্থ’-এর মোড়ক উন্মোচন করা হয়। পরে সংবর্ধিত অতিথি প্রফেসর সৈয়দ মহিবুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ