আজ জামায়াতের কর্মী সম্মেলন
সর্ববৃহৎ সমাবেশের মাধ্যমে সুনামগঞ্জে নতুন ইতিহাস সৃষ্টি করতে চায় দলটি
- আপলোড সময় : ০১-০২-২০২৫ ১০:৪৩:৫৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০১-০২-২০২৫ ১০:৪৩:৫৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে ঘরোয়াভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করলেও এবারই খোলা মাঠে বড় কর্মসূচির আয়োজন করেছে জেলা জামায়াত। ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতের কর্মী সম্মেলন সফলের মাধ্যমে সর্ববৃহৎ সমাবেশ করে সুনামগঞ্জে নতুন ইতিহাস সৃষ্টি করতে চায় দলটি। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সুনামগঞ্জ পৌর শহরের সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে সুনামগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত হবে কর্মী সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান।
অপরদিকে প্রথম বারের মত খোলা মাঠে বিশাল সম্মেলন ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য বিরাজ করছে। বৃহ¯পতিবার ও শুক্রবার জেলার বিভিন্ন উপজেলায় সম্মেলনকে স্বাগত জানিয়ে মিছিল করেছেন দলীয় নেতাকর্মীরা।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম এবং কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান।
সম্মেলনকে সামনে রেখে জেলার বিভিন্ন উপজেলায় জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে প্রচার মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিরামহীনভাবে চলেছে গণসংযোগ। নেতাকর্মীদের একটাই প্রত্যাশা সম্মেলনে সুনামগঞ্জের ইতিহাসের সবচেয়ে বিশাল উপস্থিতি হবে।
সুনামগঞ্জ পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মামুন বলেন, জেলা শহরে জামায়াতের অনেক বড় বড় প্রোগ্রাম ইনডোরে অনুষ্ঠিত হলেও প্রকাশ্য খোলা মাঠে এটাই প্রথম। সম্মেলনকে ঘিরে পুরো জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে।
সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর তোফায়েল আহমদ খান জানিয়েছেন, ইতিহাসে বৃহৎ সমাবেশ করবে সুনামগঞ্জের জামায়াত। সর্বোচ্চ উপস্থিতির ব্যাপারে আমরা আশাবাদী। সম্মেলনের উপস্থিতি সুনামগঞ্জের রাজনীতিতে নতুন ইতিহাস সৃষ্টি হবে। আর সমাবেশ সুষ্ঠুভাবে সফল করতে সবার সহযোগিতা প্রত্যাশা করছি।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ