সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল মাদকসহ গ্রেফতারের পর জামিনে এসে প্রতিবাদকারীর বিরুদ্ধে মামলা! ৭২-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে বিএনপি : নাহিদ ইসলাম ভারতীয় সহকারী হাইকমিশনারের শুল্ক স্টেশন পরিদর্শন পথে যেতে যেতে : পথচারী হাসন তোরণ থেকে আলফাত স্কয়ার শুরু হচ্ছে চার লেন সড়ক নির্মাণকাজ নতুন আঙ্গিকে ‘হোটেল নূরানী’র শুভ উদ্বোধন জনগণের সেবার দায়িত্ব আন্তরিকভাবে পালন করতে হবে : অতিরিক্ত বিভাগীয় কমিশনার সম্ভব-অসম্ভবে ভোটের প্রস্তুতি শাপলা প্রতীক কেউ পাবে না: বিবিসি বাংলাকে সিইসি সুনামগঞ্জে এনসিপি’র নেতৃত্বে সাজাউর রাজা সুমন এনসিপি’র কমিটিতে নাম আসা হারুনুর রশিদ বললেন- “তিনি বিএনপি’র রাজনীতিতে যুক্ত” পাসপোর্ট ইস্যু বেড়েছে চার গুণ শহর যানজটমুক্ত করতে ১৬ জুলাই থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ : জেলা প্রশাসক একটি মাত্র সেতুর অভাবে দুর্ভোগে কয়েক হাজার মানুষ পাঁচ গুণিজনকে সম্মাননা প্রদান ‘রাজসাক্ষী’ হিসেবে শর্তসাপেক্ষে চৌধুরী মামুনকে ক্ষমা করা যেতে পারে : ট্রাইব্যুনাল ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি, স্পষ্ট হচ্ছে অদৃশ্য শত্রু : তারেক রহমান চার উপজেলায় এসিল্যান্ড নেই, দুর্ভোগে সেবাপ্রত্যাশীরা শহরের খাল উদ্ধারে ফের শুরু হচ্ছে অভিযান

বাঁধ নির্মাণ নয়, নদী খননই বন্যা নিয়ন্ত্রণের স্থায়ী সমাধান

  • আপলোড সময় : ৩১-০১-২০২৫ ১২:৩৪:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০১-২০২৫ ১২:৩৪:৩৭ পূর্বাহ্ন
বাঁধ নির্মাণ নয়, নদী খননই বন্যা নিয়ন্ত্রণের স্থায়ী সমাধান
সুনামগঞ্জের হাওরে স্থায়ী ফসলরক্ষা বাঁধ নির্মাণ করা হচ্ছে। গত বৃহস্পতিবার (৩১ জানুয়ারি ২০২৫) দৈনিক সুনামকণ্ঠের খবরে বলা হয়েছে, “পাহাড়ি ঢল থেকে সুনামগঞ্জের ১৫টি হাওরের ফসল রক্ষায় সরকার স্থায়ী ফসলরক্ষা বাঁধ নির্মাণ করছে। প্রায় ১৯ কিলোমিটার দৈর্ঘ্যের এসব বাঁধ তৈরিতে ব্যয় হবে প্রায় ২৫৬ কোটি টাকা। পানি উন্নয়ন বোর্ড ‘বন্যা ব্যবস্থাপনা পুনর্গঠন, জরুরি সহায়তা প্রকল্প’ থেকে এই কাজ বাস্তবায়ন শুরু করছে। চলতি বছরের জুন মাসে এই প্রকল্প শেষ হবার কথা। তবে এই প্রকল্পে কেবল বাঁধ নির্মাণই নয় হাওরাঞ্চলে ফ্লাড ফিউজ নির্মাণ, নদী তীর প্রতিরক্ষা, রেগুলেটর নির্মাণ ও সংস্কার, ভিলেজ ফ্লাডফর্ম নির্মাণ ও বৃক্ষরোপণ কার্যক্রম রয়েছে। সব মিলিয়ে এই প্রকল্পে ব্যয় হবে প্রায় ৪৬০ কোটি টাকা। তবে হাওরের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যকে প্রাধান্য দিয়ে স্থানীয় সুবিধাভোগী ও বিশেষজ্ঞদের সমন্বয়ে ও মতামতে কার্যক্রম বাস্তবায়ন করার দাবি জানিয়েছেন হাওরাঞ্চলের পরিবেশবিদরা। না হলে এই প্রকল্পের সুফল মিলবে না বলে মনে করছেন তারা।” উপর্যুক্ত সংবাদ বিবরণীতে প্রকটিত ফসলরক্ষা বাঁধ নির্মাণের প্রকল্পকৌশলের ভেতরে নদী খননের কৌশলটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাদ দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে। বেসরকারি পরিসরে মেহনতি মানুষের পাশে থেকে আন্দোলনে সক্রিয় নেতা জনাব সাইফুল আলম সদরুলের ভাষ্য প্রতিবেদনে উদ্ধৃত করা হয়েছে, তিনি বলেছেন, “হাওরের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অন্যরকম। একদিকে উন্নয়ন করলে আরেকদিকে প্রতিক্রিয়া হয়। আমাদের বাঁধও প্রয়োজন, প্রয়োজন নদী খনন ও বনায়ন। একটাকে বাদ দিয়ে আরেকটা করলে প্রতিক্রিয়া তৈরি করবে। তাই পরিবেশবিদ, কৃষিবিদ, মৎস্য বিজ্ঞানী, প্রকৌশলীসহ স্থানীয় সুবিধাভোগীদের মতামতের ভিত্তিতে প্রকল্প এগিয়ে নিতে হবে। না হলে উপকারের চেয়ে আখেরে ক্ষতিই হবে।” এই কথার সঙ্গে আমরা আপাতত সহমত পোষণ করছি এবং বলছি বাঁধ নির্মাণসহ অন্যান্য কাজেও সমান গুরুত্ব দিতে হবে। বাঁধ নির্মাণ ইত্যাদি এতোসব কীছুর পেছনে কারণ কিন্তু একটাই বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের জল। বন্যা হয় জল সরে না যাওয়ার কারণে। বাঁধ নির্মাণের নিহিতার্থ বন্যা নিয়ন্ত্রণ হলে এর নির্গলিতার্থ হলো বন্যার প্রাদুর্ভাব কয়েক গুণ বাড়িয়ে দেওয়া। বাঁধ পানি নিষ্কাশন করে না আটকে রাখে এবং বন্যার কারণ হয়ে উঠে। তাই পানি উন্নয়ন বোর্ডের ‘বন্যা ব্যবস্থাপনা পুনর্গঠন, জরুরি সহায়তা প্রকল্প’ আসলে কোনও বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প নয়, উল্টো ‘বন্যা-আমন্ত্রণ প্রকল্প’-এর নামান্তর কিংবা অর্থ উপার্জনের অন্যরকম প্রকল্পকৌশল। ফসলরক্ষার জন্যে চাই বৈশাখ মাসের আগে পরে মিলিয়ে মোট দেড় দুই মাস জুড়ে ধানকাটার সময়টুকুতে কার্যকর বন্যাপ্রতিরোধ ব্যবস্থা বাস্তবায়ন করা। নদী খননের মাধ্যমে জল সরে যাওয়ার ব্যবস্থা করা ছাড়া এর আর কোনও বিজ্ঞানসম্মত বিকল্প নেই। পানি সরে না গেলে বন্যা হবেই আর বাঁধ পানিকে আটকে রাখবে, বন্যার কারণ হবে, কিন্তু বন্যা প্রতিরোধ করবে না। নদীর তীর বাঁধ দিয়ে আটকে দিলে উত্তরের পাহাড় থেকে ঢলের পানি নেমে আসা বন্ধ হয়ে যায় না। অথচ ব্রিটিশ আমলের পর থেকে কৃষকবান্ধব নীতির বিপরীতে উন্নয়কর্ম বজায় রাখার তাগিদে নদী খননকে উপেক্ষা করে আসা হচ্ছে। আমাদের অভিমত হলো, স্থায়ী বন্যানিয়ন্ত্রণের নীতি হিসেবে চলমান অন্যান্য প্রকল্পের সঙ্গে নদী খননকে প্রাধান্য দিতে হবে এবং পরিণতিতে বাঁধ নির্মাণের উপর নির্ভরতা কমাতে হবে যথোপযুক্ত মাত্রায়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল

লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল