সুনামগঞ্জ , বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ , ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমছে মাছের উৎপাদন, পেশা বদলাচ্ছেন জেলেরা ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ছায়ানটে গাইবেন রণেশ ঠাকুর ও সোহেল রানা দোয়ারাবাজারে ট্রাকজটে করুণ মৃত্যু মায়ের কোলেই নিভে গেল নতুন প্রাণ সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবার হাওরে বিশ্ববিদ্যালয়! জমিয়তের অপরাংশের নেতা আব্দুল হাফিজ গ্রেফতার, সাত দিনের রিমান্ডের আবেদন তাহিরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড বিশ্বম্ভরপুরে টাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ ক্ষোভ-শোক-প্রতিবাদে ফুঁসছে জনতা টাঙ্গুয়ার হাওরে ‘দায়িত্বজ্ঞানহীন ট্যুরিজমে’ মনঃক্ষুণ্ণ উপদেষ্টা ফরিদা আখতার ওষুধ মেয়াদোত্তীর্ণের ঘটনার তদন্ত ও আইসিইউ চালুর দাবি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত তাহিরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৬ জনের কারাদণ্ড জামালগঞ্জে “হাওর বাঁচাও আন্দোলনের ত্রিবার্ষিক সম্মেলন ৩ দিন ধরে নিখোঁজ, নদীতে মিলল জমিয়ত নেতার মরদেহ সীমান্তে ২৩টি ভারতীয় গরু জব্দ দিরাইয়ে তিন ভাগে বিভক্ত বিএনপি শীঘ্রই একটি নির্দিষ্ট সময় হাওরে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হবে : উপদেষ্টা ফরিদা আখতার ঈদে মিলাদুন্নবীর গুরুত্ব ও তাৎপর্য সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়ক গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

সুবিপ্রবি’র স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে করার দাবিতে স্মারকলিপি

  • আপলোড সময় : ৩১-০১-২০২৫ ১২:৩৩:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০১-২০২৫ ১২:৩৩:৩৪ পূর্বাহ্ন
সুবিপ্রবি’র স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে করার দাবিতে স্মারকলিপি
সুনামকণ্ঠ ডেস্ক :: সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) ক্যাম্পাস জেলা সদরে করার দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলামের কাছে স্মারকলিপি জমা দিয়েছে বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যা¤পাস বাস্তবায়ন আন্দোলন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অতিথি ভবনে আন্দোলনের সদস্যসচিব এবং সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মুনাজ্জির হোসেন সুজনের নেতৃত্বে এ স্মারকলিপি জমা দেওয়া হয়। স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয়ের জায়গা নিয়ে জেলাবাসীর আপত্তি থাকা সত্ত্বেও জেলা সদরসহ অপর ৯ উপজেলা বাদ দিয়ে বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত ইচ্ছা বাস্তবায়ন করতে নিজের পদের অপব্যবহার করে সব বড় বড় উন্নয়ন কার্যক্রম তার নিজ উপজেলা ও শান্তিগঞ্জ উপজেলা সদরের কাছাকাছি নিয়ে যাওয়ার অভিযোগ আনা হয়। পাশাপাশি বলা হয়, সুবিপ্রবি’র জন্য প্রস্তাবিত বা নির্ধারিত দেখার হাওরটি জেলার একটি সুবিশাল হাওর। এখানে বিপুল বোরো ধান উৎপাদনসহ এটি মিঠাপানির মাছের একটি বড় উৎস। এই হাওরের পাশ ঘেঁষেই সুনামগঞ্জ-সিলেট সড়কটি অবস্থিত যেখানে ইতোমধ্যে স্থাপিত হয়েছে মেডিকেল কলেজ, টেক্সটাইল ইনস্টিটিউটসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। এখন যদি সুবিশাল বিশ্ববিদ্যালয়ের ভবনাদি নির্মিত হয় তাহলে হাওরের প্রাকৃতিক পরিবেশ নষ্ট হয়ে কৃষিজ উৎপাদন ব্যবস্থায় বিরূপ প্রভাব পড়বে। পাশাপাশি বিভিন্ন জায়গায় জলাবদ্ধতাসহ পানি নিষ্কাশনের তীব্র সংকট দেখা দেবে। তাই বিশিষ্টজন ও বিশেষজ্ঞরা বিশ্ববিদ্যালয় ক্যা¤পাস দেখার হাওরের পরিবর্তে অন্য জায়গায়, প্রধানত জেলা শহরের কাছে স্থাপন করার পক্ষে মত দিয়েছেন। স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, গত ২২ জানুয়ারি জেলার শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সুনামগঞ্জের সর্বস্তরের মানুষ সুবিপ্রবি ক্যা¤পাস সুনামগঞ্জ শহরের কাছে স্থাপন করার বিষয়ে দৃঢ় সমর্থন প্রকাশ করার পাশাপাশি পুরো জেলার মানুষের সুবিধার্থে দুটি পৃথক জায়গার কথাও উল্লেখ করেছেন, যেখানে সরকারের বিপুল পরিমাণ খাস জমি রয়েছে। যার একটি সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর-তাহিরপুর সড়কের গৌরারং ইউনিয়নের পাশে এবং অপরটি জেলা শহরের কাছে। আহ্বায়ক কমিটির সদস্য মুনাজ্জির হোসেন সুজন বলেন, গত ১৫ বছরে সুনামগঞ্জ জেলা সদরে কোনো উন্নয়ন হয়নি। অথচ শুধুমাত্র শান্তিগঞ্জ উপজেলায় মেডিকেল কলেজ, টেক্সটাইল ইউনিভার্সিটি, ধান গবেষণা কেন্দ্রসহ ছয়টি মেগা প্রকল্প হয়েছে। এটা সুনামগঞ্জকে পেছনে ফেলার একটা পরিকল্পনা বা কৌশল। এজন্য সুনামগঞ্জকে অন্ধকার থেকে বাঁচাতে আমরা এই দাবি নিয়ে এসেছি। এ বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জে হলে সেখানে একটা আলোকিত সমাজ ও শিক্ষাব্যবস্থা সৃষ্টি হবে। বিশেষ সহকারী ড. এম আমিনুল ইসলাম বিষয়টি দেখবেন এবং এর সুষ্ঠু সমাধান দেবেন বলে জানান। এ সময় শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ ড. মো. ইসমাইল হোসেনসহ অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। পাশাপাশি সুনামগঞ্জ বাস মালিক সমিতির কোষাধ্যক্ষ মোর্শেদ আলম এবং বালু-পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ স¤পাদক শাহাব উদ্দিন শাবুল, শাবিপ্রবি ছাত্রদলের দপ্তর স¤পাদক মনির হোসেন উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কমছে মাছের উৎপাদন, পেশা বদলাচ্ছেন জেলেরা

কমছে মাছের উৎপাদন, পেশা বদলাচ্ছেন জেলেরা