সুনামগঞ্জ , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশিক্ষা উপদেষ্টার সাথে সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির সাক্ষাৎ বইমেলা আমাদের সংস্কৃতি আর জ্ঞানের প্রতীক- জেলা প্রশাসক ২০১৮ সালে নির্বাচনের দায়িত্বে থাকা ৩৩ ডিসিকে ওএসডি বিএনপির বর্ধিত সভা এবার সংসদ ভবন প্রাঙ্গণে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের পরিকল্পনা সভা আল-আকসা কিন্ডারগার্টেন উদ্বোধন সাবেক কাউন্সিলর আবুল হাসনাত কাওসার গ্রেফতার শিক্ষকের মারধরে ছাত্র আহত অ্যাড. নূরুল ইসলামের সমর্থনে প্রচার সভা ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প হাওরের ফসলরক্ষা বাঁধ এখনো অনেক কাজ বাকি এবারও হাওরের মাটি কাটা হচ্ছে কলমে! জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি অনুমোদন জগন্নাথপুরে ৩ দোকান থেকে নগদ অর্থসহ অর্ধকোটি টাকার মোবাইল চুরি মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভাতা বৃদ্ধির দাবিতে রাণীগঞ্জ মাদ্রাসায় মানববন্ধন অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাসপাতালে অত্যাধুনিক এক্স-রে মেশিন চালু : স্বল্প মূল্যে সেবা পাবেন রোগীরা ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে মাদ্রাসা সুপারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ পুলিশ সুপার আনোয়ার হোসেনকে প্রত্যাহার

জেলা কৃষিঋণ মেলা ও প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ৩০-০১-২০২৫ ১২:১১:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৫ ১২:১১:৪৮ পূর্বাহ্ন
জেলা কৃষিঋণ মেলা ও প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলার ২৬টি ব্যাংকের অংশগ্রহণে ২৯ জানুয়ারি ‘জেলা কৃষিঋণ মেলা ও প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বাংলাদেশ কৃষি ব্যাংক সুনামগঞ্জ জেলার মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ ফয়জুর রহমান শহীর-এর সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল এবং বাংলাদেশ ব্যাংক, সিলেটের উপপরিচালক আলিফ আল নাঈম ভূঁইয়া। অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, দেশের সকল সরকারি-বেসরকারি তফসিলি ব্যাংকসমূহ দেশের কৃষি, শিল্প ও বাণিজ্য খাতে অর্থায়নের মধ্য দিয়ে দেশের সার্বিক অর্থনীতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। তিনি দাদন ব্যবসায়ীদের হাত থেকে কৃষকদের রক্ষার্থে ব্যাংকে প্রচলিত সহজ শর্তে কৃষিঋণ গ্রহণে উপস্থিত ঋণ গ্রহীতাদের প্রতি আহ্বান জানান। পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান তার বক্তব্যে বলেন, প্রান্তিক পর্যায় থেকে শুরু করে সর্বস্তরের মানুষ যাতে কৃষি ব্যাংকের ঋণ সুবিধা পায় সেজন্য এ প্রোগ্রামটি একটি কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন। সুনামগঞ্জ জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সকল ধরনের সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল ব্যাংকের প্রচলিত কৃষি ঋণ সুবিধা গ্রহণে সকলকে উদ্বুদ্ধ করেন, যাতে তারা দেশের সংকটপূর্ণ সময়ের মতো দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতসহ অন্যান্য বিরূপ অবস্থা মোকাবেলা করতে পারেন এবং দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারেন। বাংলাদেশ ব্যাংক, সিলেটের উপপরিচালক আলিফ আল নাঈম ভূঁইয়া তার বক্তব্যে বলেন দেশের সর্বস্তরের কৃষকদের মাঝে সহজ শর্তে কৃষি ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংক সর্বদা বিশেষ গুরুত্ব দিয়ে থাকে এবং সকল ব্যাংকের প্রতি বিশেষ নির্দেশনা প্রদান করে থাকে। সভার সভাপতি বাংলাদেশ কৃষি ব্যাংক সুনামগঞ্জ মুখ্য অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ ফয়জুর রহমান শহীর বলেন, কৃষি খাতে প্রাতিষ্ঠানিক ঋণ প্রবাহ বৃদ্ধি এবং সহজে ঋণ প্রাপ্তিতে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জে সকল তফসিলি ব্যাংক সবসময় কার্যকর ভূমিকা পালন করে আসছে। এছাড়া অনুষ্ঠানে আর বক্তব্য রাখেন সোলানী ব্যাংক পিএলসি এর উপ-মহাব্যবস্থাপক হিমাংশু আচার্য্য, জনতা ব্যাংক পিএলসি এর উপ-মহাব্যবস্থাপক রঞ্জিত লাল সোম, ডাচ-বাংলা ব্যাংক পিএলসি’র শাখা প্রধান মো. গোলাম আজাদ, ইসলামী ব্যাংক পিএলসি’র শাখা প্রধান মো. বোরহান উদ্দিন, বিআরডিবি’র উপপরিচালক মো. রাশিদুল মামুন চৌধুরী, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহনুর আলম, ঋণগ্রহীতা কৃষক বিলাল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ৫৬জন গ্রহীতার মাঝে ৭১ লক্ষ টাকা প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গণশিক্ষা উপদেষ্টার সাথে সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির সাক্ষাৎ

গণশিক্ষা উপদেষ্টার সাথে সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির সাক্ষাৎ