সুনামগঞ্জ , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশিক্ষা উপদেষ্টার সাথে সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির সাক্ষাৎ বইমেলা আমাদের সংস্কৃতি আর জ্ঞানের প্রতীক- জেলা প্রশাসক ২০১৮ সালে নির্বাচনের দায়িত্বে থাকা ৩৩ ডিসিকে ওএসডি বিএনপির বর্ধিত সভা এবার সংসদ ভবন প্রাঙ্গণে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের পরিকল্পনা সভা আল-আকসা কিন্ডারগার্টেন উদ্বোধন সাবেক কাউন্সিলর আবুল হাসনাত কাওসার গ্রেফতার শিক্ষকের মারধরে ছাত্র আহত অ্যাড. নূরুল ইসলামের সমর্থনে প্রচার সভা ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প হাওরের ফসলরক্ষা বাঁধ এখনো অনেক কাজ বাকি এবারও হাওরের মাটি কাটা হচ্ছে কলমে! জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি অনুমোদন জগন্নাথপুরে ৩ দোকান থেকে নগদ অর্থসহ অর্ধকোটি টাকার মোবাইল চুরি মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভাতা বৃদ্ধির দাবিতে রাণীগঞ্জ মাদ্রাসায় মানববন্ধন অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাসপাতালে অত্যাধুনিক এক্স-রে মেশিন চালু : স্বল্প মূল্যে সেবা পাবেন রোগীরা ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে মাদ্রাসা সুপারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ পুলিশ সুপার আনোয়ার হোসেনকে প্রত্যাহার

টাঙ্গুয়াকে অবসরে যেতে দিন

  • আপলোড সময় : ২৯-০১-২০২৫ ১১:৫৭:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৫ ১১:৫৭:৩৭ অপরাহ্ন
টাঙ্গুয়াকে অবসরে যেতে দিন
বলা হচ্ছে, মানুষের উৎপাতের কারণে হাওরে পাখি নেই। গত বুধবার (২৯ জানুয়ারি ২০২৫) টাঙ্গুয়ার হাওর নিয়ে এক সংবাদপ্রতিবেদনে এবংবিধ অভিমত প্রকাশ করা হয়েছে। দৈনিক সুনামকণ্ঠের নিজস্ব প্রতিনিধি লিখেছেন, “...ফাঁদ পেতে পাখি শিকার, পর্যটকদের উৎপাত, অবাধে সংরক্ষিত এলাকায় শ্যালো মেশিন চালানো, বনায়ন কমে যাওয়াসহ বিভিন্ন কারণে টাঙ্গুয়ার হাওরে অতিথি পাখিও কমে গেছে।” অথচ এই হাওরটি বিশ্ব ঐতিহ্যভুক্ত বিশেষ গুরুত্বপূর্ণ স্থান হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে যে-প্রযতœ পাওয়ার কথা সেটা না পেয়ে এবং উপর্যুপরি অধিকতর উপেক্ষা-অবহেলা ও অনাকাক্সিক্ষত উৎপাত-অত্যাচারের শিকার হয়ে বর্তমানে কেবল পাখিশূন্য নয়, এমনকি গাছ-মাছশূন্য হওয়ার উপক্রম হয়েছে। এখানে প্রাণপ্রকৃতি মাত্রাতিরিক্ত আকারে বিপন্নবস্থায় পর্যবসিত হয়ে পড়েছে। প্রতিকার হিসেবে কী করা যায়, ইতোমধ্যে অনেকেই অনেক পরামর্শ দিয়েছেন। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এইসব পরামর্শে কোনও কর্ণপাত করেন না। উপরওয়ালারা কল্যাণকর কাগুজে নির্দেশ জারি করেন বটে কিন্তু মাঠপর্যায়ে আদপেই সে-নির্দেশ পালন করা হয় না এবং পালন না করার পরে কোনও প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় না। প্রকারান্তরে অপরিণামদর্শী এক দায়িত্বহীনতার কৃষ্ণগহ্বরে নিপতিত প্রশাসনের সকল অপকর্মের দায়মুক্তি সম্পন্ন হয়ে যায়। এই দেশে যেন অদ্ভুত প্রশাসন ও প্রশাসনিক আইন-শৃঙ্খলা। সর্বাগ্রে এই প্রশাসনের উপরতলা থেকে নিচতলা পর্যন্ত বিরাজিত অবিমৃষ্যকর গাফিলতির চর্চা থেকে মুক্তি চাই, তার জন্য বদল চাই। তাহলেই প্রশাসনের শাসনের অপচ্ছায়া সরে গিয়ে সূর্যের তরতাজা রোদ পড়বে দেশের জমিনে। ফিরে আসবে সুসময়, সমৃদ্ধি ও সুখ। টাঙ্গুয়ার হাওর মুক্ত হবে অত্যাচারের নাগপাশ থেকে। টাঙ্গুয়ার কীছু চাই না। টাঙ্গুয়ায় মানুষের উপস্থিতি অবৈধ করে দেওয়া হোক, আগামী কয়েক বছরের জন্য। টাঙ্গুয়ার চাই একটি নির্ভেজাল অবসর। নির্জনতার পরিসরে অবসর পেলেই টাঙ্গুয়া নিজে নিজেই তার নিজের হারানো গৌরব ফিরিয়ে আনতে পারবে। তখন সে আবার নবযৌবনা হাওরনন্দিনী হয়ে হাজির হবে বিশ^প্রকৃতির সভায় বিশ^বিরল নৈসর্গিক সৌন্দর্যের প্রতীক হয়ে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গণশিক্ষা উপদেষ্টার সাথে সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির সাক্ষাৎ

গণশিক্ষা উপদেষ্টার সাথে সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির সাক্ষাৎ