সুনামগঞ্জ , শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ , ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতার বিরুদ্ধে আ.লীগের সঙ্গে আঁতাতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আ.লীগের সঙ্গে আঁতাতের অভিযোগ অনলাইন জুয়ায় নিঃস্ব হচ্ছে মানুষ তাহিরপুরে দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ ৬ রাউন্ড গুলিসহ বিদেশি রিভলবার জব্দ ছাতকে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে কবে থেকে কার্যকর হবে? একটি মহল চেষ্টা করছে গণতান্ত্রিক শক্তি যেন ক্ষমতায় না আসে : মির্জা ফখরুল বর্জ্যে ভুগছে টাঙ্গুয়ার হাওর হাওরের ফসল রক্ষায় প্রায় চূড়ান্ত ২,২৪৮ কোটি টাকার প্রকল্প সুনামগঞ্জ মা ও শিশুকল্যাণ কেন্দ্র বরাদ্দের অভাবে বন্ধ নির্মাণকাজ ইশতেহার তৈরি করছে বিএনপি, গোপনে চলছে প্রার্থী যাচাই সভাপতি ও সম্পাদক পদে লড়ছেন চারজন জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত কবি ইকবাল কাগজী ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ আর নেই প্রাথমিকে এক হাজার শিক্ষকের পদ শূন্য ব্যাহত শিক্ষা কার্যক্রম শৃঙ্খলা ফিরছে না টাঙ্গুয়ার হাওরে গ্রাম আদালতকে আরও শক্তিশালী করতে হবে : জেলা প্রশাসক শুভ জন্মদিন কবি ইকবাল কাগজী ফিটনেসবিহীন মাইক্রোবাসকে অ্যাম্বুলেন্সের আকৃতি দিয়ে চলছে রোগী পরিবহন

যারা বিলকে হত্যা করছে, তাদেরকে শাস্তি দিন

  • আপলোড সময় : ২৯-০১-২০২৫ ০৮:৩৯:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৫ ০৮:৪০:৪০ পূর্বাহ্ন
যারা বিলকে হত্যা করছে, তাদেরকে শাস্তি দিন
গণমাধ্যমে (দৈনিক সুনামকণ্ঠ, ২৮ জানুয়ারি ২০২৫) সচিত্র সংবাদ প্রকাশিত হয়েছে যে, দেখার হাওরের বড়দৈ কাষ্ঠগঙ্গা বিল শুকিয়ে মাছ শিকার করা হচ্ছে। জলমহাল ইজারা দেওয়ার আইনে আছে বিল শুকিয়ে মাছ ধরা যাবে না, এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। প্রতিবছর এরকম বিল শুকিয়ে মাছ ধরার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়, কিন্তু এই অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিতও করা হয় না, শাস্তিও দেওয়া হয় না। এ বিষয়ে সরকারসংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকেন, এই সত্য অস্বীকার করার কোনও উপায় নেই। খবরওয়ালার ক্যামেরা বড়দৈই বিল শুকিয়ে মাছ শিকারের দৃশ্য দেখে বটে কিন্তু প্রশাসনের চোখে তা পড়ে না। গানে আছে, ‘প্রেমের মানুষ ঘুমাইলে চাইয়া থাকে’, কিন্তু প্রশাসন প্রেমের মানুষ নয়, তাকে অবশ্যই জেগে থাকতে হবে। সমগ্র হাওরাঞ্চলে বিল শুকিয়ে মাছ শিকারের এমন কান্ড বছরের পর বছর ঘটেই চলেছে। প্রকারান্তরে মাছসহ সমগ্র জলপ্রাণপ্রকৃতির অন্যান্য জীব প্রজাতি বিলুপ্তির শিকার হচ্ছে এবং হাওর মাছ-গাছ শূন্য হওয়ার অবস্থায় ক্রমে পর্যবসিত হচ্ছে। ইতোমধ্যে কেউ কেউ হাওরাঞ্চলকে ‘জলের মরুভূমি’ বলে অভিহিত করতে শুরু করেছেন। জলজ উদ্ভিদ ও প্রাণীর প্রজাতি উত্তরোত্তর বিলুপ্তির বিরূপ প্রভাব পড়ছে হাওরাঞ্চলের মানুষের জীবনমানের উপর। মানুষ আগেকার মতো সহজে কেবল মাছ থেকে নয়, শরীরে গ্রহণযোগ্য সকল প্রকার জলপ্রাণপ্রকৃতির উপাদান থেকে প্রাপ্ত খাদ্যপ্রাণ ও অন্যান্য ব্যবহারিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। ফলে ইতোমধ্যে মানুষ দেহগঠন ও স্বাস্থ্যপ্রাপ্তির উৎকর্ষতার দিক থেকে দীর্ঘমেয়াদী ক্ষতির সম্মুখিন হতে শুরু করেছে, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা ক্রমে লোপ পাচ্ছে। এইভাবে চলতে থাকলে প্রকারান্তরে শারীরিক পর্যায়ে বামনত্ব ও মেধায় জড়ধী হয়ে পড়ে শারীরিক সামর্থ্য ও মেধানির্ভর আগামী উন্নত পৃথিবীতে টিকে থাকার যোগ্যতা হারাবে এ অঞ্চলের মানুষ। এই একবিংশ শতাব্দির শুরুতেই যদি প্রাকৃতিক সমৃদ্ধিকে ফিরিয়ে এনে মানবজীবনে প্রাকৃতিক আনকূল্যতাকে সংযোজিত করা না যায় তবে সমূহ বিপর্যয়ের জন্য বাংলাদেশের মানুষকে অপেক্ষায় থাকতে হবে। মনে রাখতে হবে, বিল শুকিয়ে মাছ শিকার মামুলি কোনও বিষয় নয়, মানবপ্রজাতির সদস্য হিসেবে বিলকে ও বিলের প্রাণপ্রকৃতিকে রক্ষা করার অর্থ হলো এ অঞ্চলের মানবপ্রজাতিকে রক্ষা করা এবং তার বিপরীত কাজ করার অর্থ হলো মানবপ্রজাতিকে খুন করা। বিল খুন আর চূড়ান্ত পর্যায়ে মানুষ খুন একই কথা। যারা বিলকে হত্যা করছে, তাদেরকে চিহ্নিত করুন, ধরে শাস্তি দিন, হাওরের মানুষকে বাঁচান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
অনলাইন জুয়ায় নিঃস্ব হচ্ছে মানুষ

অনলাইন জুয়ায় নিঃস্ব হচ্ছে মানুষ