সুনামগঞ্জ , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশিক্ষা উপদেষ্টার সাথে সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির সাক্ষাৎ বইমেলা আমাদের সংস্কৃতি আর জ্ঞানের প্রতীক- জেলা প্রশাসক ২০১৮ সালে নির্বাচনের দায়িত্বে থাকা ৩৩ ডিসিকে ওএসডি বিএনপির বর্ধিত সভা এবার সংসদ ভবন প্রাঙ্গণে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের পরিকল্পনা সভা আল-আকসা কিন্ডারগার্টেন উদ্বোধন সাবেক কাউন্সিলর আবুল হাসনাত কাওসার গ্রেফতার শিক্ষকের মারধরে ছাত্র আহত অ্যাড. নূরুল ইসলামের সমর্থনে প্রচার সভা ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প হাওরের ফসলরক্ষা বাঁধ এখনো অনেক কাজ বাকি এবারও হাওরের মাটি কাটা হচ্ছে কলমে! জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি অনুমোদন জগন্নাথপুরে ৩ দোকান থেকে নগদ অর্থসহ অর্ধকোটি টাকার মোবাইল চুরি মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভাতা বৃদ্ধির দাবিতে রাণীগঞ্জ মাদ্রাসায় মানববন্ধন অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাসপাতালে অত্যাধুনিক এক্স-রে মেশিন চালু : স্বল্প মূল্যে সেবা পাবেন রোগীরা ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে মাদ্রাসা সুপারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ পুলিশ সুপার আনোয়ার হোসেনকে প্রত্যাহার

ফসলরক্ষা বাঁধ নির্মাণে অগ্রগতি বিষয়ে মতবিনিময়

  • আপলোড সময় : ২৮-০১-২০২৫ ১২:১৪:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৫ ১২:২৮:৫৬ পূর্বাহ্ন
ফসলরক্ষা বাঁধ নির্মাণে অগ্রগতি বিষয়ে মতবিনিময়
স্টাফ রিপোর্টার :: হাওর বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ ফসলরক্ষা বাঁধের অগ্রগতি বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে মতবিনিময় করেছেন। সোমবার সন্ধ্যায় সুনামগঞ্জ শহরের ষোলঘর পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে নেতৃবৃন্দের বিভিন্ন প্রশ্নের জবাবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, ফসলরক্ষা বেড়িবাঁধের কাজ এ পর্যন্ত ৪২ ভাগ স¤পন্ন হয়েছে। যেসব স্থানে বাঁধের কাজের অগ্রগতি নেই সেসব স্থানে আমরা দ্রুত কাজ এগিয়ে নেওয়ার ব্যবস্থা করেছি। রবিবার থেকে বাঁধের কাজ এগিয়ে নিতে উপজেলা পর্যায়ের সকল এসওগণ বাঁধে অবস্থান করছেন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, যেসব স্থানে অপ্রয়োজনীয় বাঁধের কাজ হয়েছে, সেগুলো তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সারা জেলায় ১৭১৮ কিলোমিটার বাঁধ রয়েছে, কিন্তু মেরামত কাজ হবে ৫৯৫ কিলোমিটার। এবার পিআইসি রয়েছে ৬৮৬টি। বরাদ্দ হয়েছে ৯৭ কোটি টাকা, বাড়তি বরাদ্দ সহ মোট ১২৬ কোটি টাকা বরাদ্দ রয়েছে। পাউবো’র নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার আরও জানান, বিশ্বম্ভরপুর উপজেলায় হরিমুনের খাড়ায় স্থায়ী বাঁধ নির্মাণে কোনো সমস্যা নেই। আগে কালো মাটি ভরাট হয়েছিল। এটা এখন আর হচ্ছে না। বাঁধের কাজ চলমান আছে। তিনি বলেন, ফসলরক্ষা বাঁধ নির্মাণের নীতিমালা অনুযায়ী কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। আশাকরি নির্দিষ্ট সময়ের মধ্যে বাঁধের কাজ শেষ করা সম্ভব হবে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, আমরা সকলের সহযোগিতায় সঠিক সময়ে বাঁধের কাজ শেষ করার চেষ্টা চালিয়ে যাবো। এসময় উপস্থিত ছিলেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়, কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ আরতি তালুকদার কলি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক দুলাল মিয়া, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আনোয়ারুল হক, হাওর বাঁচাও আন্দোলন জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল, সহ-সভাপতি মুরশেদ আলম, সহ-সভাপতি মো. আলী নুর, কেন্দ্রীয় কমিটির সদস্য আকরাম উদ্দিন প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গণশিক্ষা উপদেষ্টার সাথে সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির সাক্ষাৎ

গণশিক্ষা উপদেষ্টার সাথে সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির সাক্ষাৎ