জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি অনুমোদন
মনির উদ্দিন আহ্বায়ক, অ্যাড. নাজমুল হুদা হিমেল সদস্য সচিব
- আপলোড সময় : ২৮-০১-২০২৫ ১২:১২:১৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৮-০১-২০২৫ ১২:১২:১৭ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির ১২৫ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম কাদের এই কমিটির অনুমোদন দেন। কমিটিতে মনির উদ্দিনকে আহ্বায়ক এবং অ্যাড. নাজমুল হুদা হিমেলকে সদস্য সচিব করা হয়েছে।
সোমবার জাতীয় পার্টির দফতর সম্পাদক এমএ রাজ্জাক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম দীর্ঘদিন ধরে স্থবির হয়ে পড়ায় পূর্বের কমিটি বিলুপ্ত করে জাতীয় পার্টির সংগঠনকে ঐক্যবদ্ধ, সুসংগঠিত, বেগবান ও শক্তিশালী করার লক্ষ্যে প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আতিকুর রহমান আতিকের প্রস্তাবে পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু-এর সুপারিশে মনির উদ্দিনকে আহ্বায়ক ও অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেলকে সদস্য সচিব করে ১২৫ সদস্যবিশিষ্ট প্রস্তাবিত আহ্বায়ক কমিটি জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের অনুমোদন করেছেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ