সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল মাদকসহ গ্রেফতারের পর জামিনে এসে প্রতিবাদকারীর বিরুদ্ধে মামলা! ৭২-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে বিএনপি : নাহিদ ইসলাম ভারতীয় সহকারী হাইকমিশনারের শুল্ক স্টেশন পরিদর্শন পথে যেতে যেতে : পথচারী হাসন তোরণ থেকে আলফাত স্কয়ার শুরু হচ্ছে চার লেন সড়ক নির্মাণকাজ নতুন আঙ্গিকে ‘হোটেল নূরানী’র শুভ উদ্বোধন জনগণের সেবার দায়িত্ব আন্তরিকভাবে পালন করতে হবে : অতিরিক্ত বিভাগীয় কমিশনার সম্ভব-অসম্ভবে ভোটের প্রস্তুতি শাপলা প্রতীক কেউ পাবে না: বিবিসি বাংলাকে সিইসি সুনামগঞ্জে এনসিপি’র নেতৃত্বে সাজাউর রাজা সুমন এনসিপি’র কমিটিতে নাম আসা হারুনুর রশিদ বললেন- “তিনি বিএনপি’র রাজনীতিতে যুক্ত” পাসপোর্ট ইস্যু বেড়েছে চার গুণ শহর যানজটমুক্ত করতে ১৬ জুলাই থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ : জেলা প্রশাসক একটি মাত্র সেতুর অভাবে দুর্ভোগে কয়েক হাজার মানুষ পাঁচ গুণিজনকে সম্মাননা প্রদান ‘রাজসাক্ষী’ হিসেবে শর্তসাপেক্ষে চৌধুরী মামুনকে ক্ষমা করা যেতে পারে : ট্রাইব্যুনাল ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি, স্পষ্ট হচ্ছে অদৃশ্য শত্রু : তারেক রহমান চার উপজেলায় এসিল্যান্ড নেই, দুর্ভোগে সেবাপ্রত্যাশীরা শহরের খাল উদ্ধারে ফের শুরু হচ্ছে অভিযান

রিসোর্টে ‘মব’ করে বিয়ে দেওয়ার বিচার হবে?

  • আপলোড সময় : ২৬-০১-২০২৫ ১১:৩৮:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৫ ১১:৩৮:৩৭ অপরাহ্ন
রিসোর্টে ‘মব’ করে বিয়ে দেওয়ার বিচার হবে?
সুনামকণ্ঠ ডেস্ক :: ‘চাঁদা না পেয়ে’ সিলেটের দক্ষিণ সুরমার একটি রিসোর্টে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় সেখানে উপস্থিত ৮ তরুণ-তরুণীকে বিয়ে দিয়ে দেওয়া হয়। ঘটনার পাঁচ দিন পরে হামলা-ভাঙচুর-লুটপাটের ঘটনায় মামলা দায়ের হলেও জোর করে বিয়ে দেওয়ার ঘটনায় কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। মানবাধিকারকর্মী ও নারীনেত্রীরা বলছেন, বিশেষ পরিস্থিতি তৈরি করে বিয়ে দেওয়ার মতো ঘটনারও বিচার হওয়া দরকার। এটাও এক ধরনের মব। সম্মান বাঁচাতে, যেকোনও হয়রানি ঠেকাতে অভিভাবকরা মুখ না খুললেও রাষ্ট্রের দায়িত্ব এদের ন্যায়বিচার নিশ্চিত করা। গত ১৯ জানুয়ারি দুপুরে সিলেটের দক্ষিণ সুরমার একটি রিসোর্টে চাঁদা না পেয়ে ‘অসামাজিক কার্যকলাপের অভিযোগ’ তুলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এলাকার লোকজন। এ সময় রিসোর্টে অবস্থান করা ১৬ তরুণ-তরুণীকে আটক করেন তারা। পরে ওই তরুণ-তরুণীদের মধ্যে ৮ জনকে অভিভাবকদের উপস্থিতিতে কাজি ডেকে বিয়ে দেন। অন্যদের অভিভাবকের জিম্মায় সামাজিকভাবে বিয়ের আয়োজন করার মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। ঘটনার পাঁচ দিন পরে ২৩ জানুয়ারি সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানায় একটি মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার রাতে ছাত্রদল নেতাসহ ছয় জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ। সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। এরআগে, পার্ক বা আবাসিক হোটেলে “অসামাজিক কার্যক্রম” ঠেকাতে তৎপর হতে দেখা গেছে ভ্রাম্যমাণ আদালতকে। ১০ থেকে ২০ জোড়া যুগল ধরার মতো উদাহরণও আছে। সেসব ক্ষেত্রে আর্থিক জরিমানা করে সতর্ক করে দেওয়ার রীতি পুরনো। কিন্তু আটক করে রেখে, অভিভাবক ডেকে বিয়ে দিতে বাধ্য করার মতো ঘটনা যদি যথাযথ ব্যবস্থা না নেওয়া হয় সেটি ভয়াবহ পরিণতি বয়ে আনার শঙ্কা জানিয়েছেন বিশ্লেষকরা। ‘উই ক্যান’-এর সমন্বয়ক জিনাত আরা হক বলেন, যাদেরকে আটক করে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে, তারা যদি অপরাধ করে থাকেন তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারতো। মব তৈরি করে, এভাবে বিয়ে দেওয়া কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। ভুলে গেলে চলবে না, কারো অমতে, জোর করে ধরে-বেধে বিয়ে দিয়ে দেওয়াটাও আরেকভাবে অপরাধের আওতাতেই পড়বে। এই ছেলেমেয়েগুলো আদৌ বিবাহ সম্পর্কে যেতে চায় কিনা সেই সিদ্ধান্ত তাদের হওয়ার কথা, বাইরের কেউ এটা চাপিয়ে দিতে পারে কিনা সে প্রশ্ন তো উঠবেই। বলা হচ্ছে অভিভাবকদের উপস্থিতি ও অনুমতিক্রমে বিয়ে দেওয়া হয়েছে। যে পরিস্থিতি তৈরি হয়েছে তারপর কোনও অভিভাবকের আর কী করণীয় ছিল। তাকে অসম্মানের মধ্য দিয়ে যাওয়া ঠেকাতে ‘মব’কারীদের শর্তে রাজি হতেই হতো। এটার উপযুক্ত বিচার হওয়া জরুরি, নাহলে খারাপ দৃষ্টান্ত থেকে যাবে। এ ধরনের মোরাল পুলিশিং বন্ধ করতে হবে উল্লেখ করে সুপ্রিম কোর্টের আইনজীবী ফওজিয়া করিম ফিরোজ বলেন, কেউ যদি অপরাধ করেছে মনে হয়, তাহলে তাকে পুলিশে দিন। এভাবে তাদের ধরে বিয়ে দিয়ে দেবেন - এই পুলিশিং বন্ধ করতে হবে। যারা এটা করেছে তাদের অবশ্যই বিচারের আওতায় আনা দরকার। বিয়ের বিষয়টি মামলায় উল্লেখ আছে কিনা জানতে চাইলে সিলেট পুলিশ সুপার এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এজাহারে বিয়ে দেওয়ার বিষয়টি উল্লেখ আছে। জোর করে মামলা করানো হয়েছে বলে বাদী দাবি করছেন কেন জানতে চাইলে তিনি বলেন, শুরুর দিন থেকে বাদী বলছেন তার কী কী ক্ষতি হয়েছে এবং তিনি মামলা করবেন। তিনি এসে নিজে যেভাবে লিপিবদ্ধ করেছেন সেভাবেই মামলা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল

লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল