সালেহা খাতুন কুরশী উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
- আপলোড সময় : ২৬-০১-২০২৫ ১০:৫৪:৪৫ অপরাহ্ন
- আপডেট সময় : ২৬-০১-২০২৫ ১০:৫৪:৪৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার ::
ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কবি ও লেখক পুলিন চন্দ্র রায় বলেছেন, লেখাপড়ার পাশাপাশি ক্রীড়ার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকশিত হয়। মন ও শরীর সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই।
তিনি ছাতকের সালেহা খাতুন কুরশী উচ্চ বিদ্যালয়ের দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখাকালে উপরোক্ত কথাগুলো বলেন।
রবিবার এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুরমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নোমান মোহাম্মদ মাছরুর। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাইনুল ইসলাম সরকার। স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক সুমেশ চন্দ্র দাস।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু বকরের পরিচালনায় বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সজিদুর রহমান, ফারজানা বেগম, শিপ্রা বিশ্বাস, উমর ফারুক, চঞ্চল হোসেন, হৃদা আক্তার জাহেদা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায় আরো বলেন, ক্রীড়া অনুষ্ঠান তথা সহপাঠক্রমিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে আরো যতœশীল হওয়া প্রয়োজন। উৎসবমুখর পরিবেশে সালেহা খাতুন কুরশী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নিচ্ছে। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের বেশ কটি ইভেন্ট উপভোগ করেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ