ধর্মপাশায় জলমহাল থেকে মাছ লুটের অভিযোগ
- আপলোড সময় : ২৬-০১-২০২৫ ০৯:২৩:৪৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৬-০১-২০২৫ ০৯:২৩:৪৩ পূর্বাহ্ন

ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার মনাই নদী প্রকাশিত সুনই নদী জলমহালে অবৈধভাবে ঢুকে জলমহালের একটি অংশে বিষ ঢেলে স্থানীয় ৩৫ থেকে ৪০ জন জেলে জাল পেতে দুই লক্ষাধিক টাকার মাছ লুট করে করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার ভোর চারটা থেকে সকাল পৌনে ছয়টা পর্যন্ত এই ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের মনাই নদী প্রকাশিত সুনই নদী জলমহালটি সুনামগঞ্জ জেলা প্রশাসনের ব্যবস্থাধীন। জলমহালটির আয়তন ২১৮একর। ১৪২৮ থেকে ১৪৩৩বঙ্গাব্দ পর্যন্ত এই জলমহালটি ছয় বছরের জন্য বাৎসরিক ৫৫লাখ ৮১হাজার ৭৭১টাকা ইজারা মূল্যসহ অন্যান্য পাওনাদি পরিশোধ সাপেক্ষে এটি ইজারা পায় উপজেলার পাইকুরাটি ইউনিয়নের কুর্শিবাড়ী উত্তরপাড়া মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড।
উপজেলার পাইকুরাটি ইউনিয়নের কুর্শিবাড়ী উত্তরপাড়া মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও জলমহালটির ইজরাদার শাহজাহান (৪০) বলেন, আমরা ১৪৩১বঙ্গাব্দ পর্যন্ত জলমহালটির ইজারামূল্যসহ জলমহালটির যাবতীয় পাওনাদি পরিশোধ করে এটি ভোগ দখলে আছি। আমাদের ইউনিয়নের বেখইজোড়া গ্রামের জেলে বুলু খাঁ (৩৫) ও জেলে গনু তালুকদারের (৫৫) নেতৃত্বে ৩৫ থেকে ৪০জন জেলে শনিবার ভোররাত অনুমান চারটার দিকে অবৈধভাবে বিভিন্ন ধরনের ৪/৫টি জাল নিয়ে আমাদের জলমহালে ঢুকে পড়ে। পরে তারা বিষ ঢেলে সেখান থেকে সকাল পৌনে ছয়টা পর্যন্ত দুই লক্ষাধিক টাকার মাছ লুট করে নিয়ে গেছে। মাছ শিকার করে চলে যাওয়ার সময় টর্চ লাইটের আলোতে এই দুজন জেলেকে জলমহালে থাকা দুইজন পাহারাদার চিনতে পেরে ঘটনাটি আমাকে জানিয়েছেন। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ করব। বিষ ঢেলে মাছ শিকার করায় জলমহালটির বিভিন্ন অংশ বোয়াল, আইড়, বাইম, পাবদা, পুটিসহ দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠেছে।
পাইকুরাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামের জেলে বুলু খাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে একই গ্রামের জেলে গনু তালুকদার বলেন, আমরা ওই জলমহালে বিষ ঢেলে মাছ লুট করে নিয়ে যাইনি। আমাদেরকে হয়রানি ও মিথ্যা মামলা দিয়ে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এই মিথ্যা অপবাদ রটানো হচ্ছে।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ