যাদুকাটার তীরে মানববন্ধন
নদীর পাড় কাটা ও অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি
- আপলোড সময় : ২৬-০১-২০২৫ ০৯:০৮:৪৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৬-০১-২০২৫ ০৯:০৮:৪৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
পরিবেশ প্রকৃতি সংরক্ষণের লক্ষ্যে যাদুকাটা নদীর অবৈধভাবে পাড় কাটা বন্ধ করা ও রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন এবং চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে যাদুকাটা নদীর শিমুল বাগানের সামনের খেয়া ঘাটের বালুচরে এই কর্মসূচি পালিত হয়।
সুনামগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মোমতাজুল হাসান আবেদ-এর সভাপতিত্বে ও সেক্রেটারি লুৎফুর রহমান দুলালের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্যতম উপদেষ্টা অধ্যাপক মো. আব্দুল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ পৌর শাখার সভাপতি জসিম উদ্দিন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা কাজী হাসান আলী মাস্টার, আব্দুল আলীম ইমতিয়াজ, আব্দুস শহিদ গাজী, ফরিদ উদ্দিন, আবিকুল হক প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, যাদুকাটা নদীর তীর কাটার সাথে জড়িত বালুখেকো চক্রদের আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। আমাদের এই জেলার মানুষ শান্তিপ্রিয়। মানুষ চোখের পরিবেশের এমন ক্ষয়ক্ষতি হতে দিবে না। আর প্রশাসন যদি কঠোর পদক্ষেপ না নেয় তাহলে এ জেলার সকল শ্রমিক ভাইদের নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ