জেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
- আপলোড সময় : ২৫-০১-২০২৫ ১২:৩০:৪৮ অপরাহ্ন
- আপডেট সময় : ২৫-০১-২০২৫ ১২:৩০:৪৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার ::
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ - এই প্রতিপাদ্য নিয়ে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত সুনামগঞ্জ জেলা পর্যায়ের জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক ও বালিকা (অনূর্ধ্ব-১৭) চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক পর্যায় ও বালিকা পর্যায়ে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব-১৭ তে সুনামগঞ্জ পৌরসভা দোয়ারাবাজার উপজেলাকে ১-০ গোলে পরাজিত করে চ্যা¤িপয়ন হয় সুনামগঞ্জ পৌরসভা। অন্যদিকে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব-১৭ তে সুনামগঞ্জ পৌরসভা বিশ্বম্ভরপুর উপজেলাকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এসময় জেলা ক্রীড়া অফিসার আল আমীনসহ ক্রীড়ামোদী মানুষজন উপস্থিত ছিলেন। এর আগে গত ১৭ জানুয়ারি সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। উল্লেখ্য, চ্যা¤িপয়নদের মাঝে আগামী বুধবার (২৯ জানুয়ারি) পুরষ্কার বিতরণ করা হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ