শ্রমিক কল্যাণ ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ
- আপলোড সময় : ২৫-০১-২০২৫ ১০:৩৯:২৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৫-০১-২০২৫ ১০:৩৯:২৭ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্ট ::
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে এবং সুনামগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ২ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় শহরের শহীদ মিনার প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
সুনামগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোমতাজুল হাসান আবেদ-এর সভাপতিত্বে ও সেক্রেটারি লুতফুর রহমান দুলাল-এর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন, সুনামগঞ্জ সদর উপজেলা সভাপতি হাসান আলী মাস্টার, জামায়াত নেতা আমীর আব্দুস সাত্তার মামুন, দৈনিক সংগ্রাম প্রতিনিধি অ্যাডভোকেট মহসিন রেজা মানিক, শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ পৌর সভাপতি জসিম উদ্দিন, সুনামগঞ্জ সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি সুলেমান চৌধুরী, সাংবাদিক মুস্তফা আমির ফয়সল প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ