সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল মাদকসহ গ্রেফতারের পর জামিনে এসে প্রতিবাদকারীর বিরুদ্ধে মামলা! ৭২-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে বিএনপি : নাহিদ ইসলাম ভারতীয় সহকারী হাইকমিশনারের শুল্ক স্টেশন পরিদর্শন পথে যেতে যেতে : পথচারী হাসন তোরণ থেকে আলফাত স্কয়ার শুরু হচ্ছে চার লেন সড়ক নির্মাণকাজ নতুন আঙ্গিকে ‘হোটেল নূরানী’র শুভ উদ্বোধন জনগণের সেবার দায়িত্ব আন্তরিকভাবে পালন করতে হবে : অতিরিক্ত বিভাগীয় কমিশনার সম্ভব-অসম্ভবে ভোটের প্রস্তুতি শাপলা প্রতীক কেউ পাবে না: বিবিসি বাংলাকে সিইসি সুনামগঞ্জে এনসিপি’র নেতৃত্বে সাজাউর রাজা সুমন এনসিপি’র কমিটিতে নাম আসা হারুনুর রশিদ বললেন- “তিনি বিএনপি’র রাজনীতিতে যুক্ত” পাসপোর্ট ইস্যু বেড়েছে চার গুণ শহর যানজটমুক্ত করতে ১৬ জুলাই থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ : জেলা প্রশাসক একটি মাত্র সেতুর অভাবে দুর্ভোগে কয়েক হাজার মানুষ পাঁচ গুণিজনকে সম্মাননা প্রদান ‘রাজসাক্ষী’ হিসেবে শর্তসাপেক্ষে চৌধুরী মামুনকে ক্ষমা করা যেতে পারে : ট্রাইব্যুনাল ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি, স্পষ্ট হচ্ছে অদৃশ্য শত্রু : তারেক রহমান চার উপজেলায় এসিল্যান্ড নেই, দুর্ভোগে সেবাপ্রত্যাশীরা শহরের খাল উদ্ধারে ফের শুরু হচ্ছে অভিযান

রাজস্ব লুট : সময়োপযোগী ব্যবস্থা নিন

  • আপলোড সময় : ২৪-০১-২০২৫ ১০:১৬:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০১-২০২৫ ১০:১৬:৫১ পূর্বাহ্ন
রাজস্ব লুট : সময়োপযোগী ব্যবস্থা নিন
গত ২৩ জানুয়ারি ২০২৫ তারিখে একটি দৈনিকে এইমর্মে সংবাদ বেরিয়েছে, ‘রাজস্ব লুটে যুক্ত ছিলেন সাবেক এমপি রনজিতও’। এই শিরোনামের নিহিতার্থ এই যে, তাঁর আগের এমপিরাও কমবেশি এবংবিধ রাজস্ব লুটের সঙ্গে যুক্ত ছিলেন। সত্যি পরিতাপের বিষয়। প্রতিবেদনের বিস্তৃত পরিসরে তার বিবরণ উদ্ধৃত হয়েছে। বলা হয়েছে, “প্রাকৃতিক সম্পদে ভরপুর সুনামগঞ্জ-১ আসন। হাওর-নদী-পাহাড়ের মিশেলে এই আসনে রয়েছে তিনটি শুল্ক স্টেশন, জলমহাল ও বালু মহাল। যা থেকে সরকার প্রতিবছর কোটি কোটি টাকা রাজস্ব পায়। অভিযোগ রয়েছে, এই আসনে গেল প্রায় ৩০ বছর ধরে যারাই এমপি নির্বাচিত হয়েছেন নিজের উদরপূর্তি করার চেষ্টা করেছেন। তবে সাবেক এমপি মোয়াাজ্জেম হোসেন রতনের সময়কালে এই লুটতরাজ বাড়তে থাকে। পূর্ণতা পায় কয়েক মাসের সাবেক এমপি অ্যাড. রনজিত চন্দ্র সরকারের সময়কালে। তিনি নির্বাচিত হবার পর বিভিন্ন বাজার, নৌ-ঘাটে খাস কালেকশনের নামে কোটি কোটি টাকা লুটপাট হয়েছে।” কিন্তু তাঁদের এই আত্মসাতপ্রবণতার উপস্থিতির বিপরীতে সেটাকে প্রতিহত করার কোনও প্রশাসনিক প্রচেষ্টাপ্রবণতা অনুপস্থিত ছিল। বরং আমলাতান্ত্রিকতার স্বাভাবিক বৈশিষ্ট্য বাহ্যিক অনুষ্ঠানসর্বস্বতাসহ কোন ব্যক্তি, চক্র (সিন্ডিকেট) বা মহল বিশেষের স্বার্থরক্ষার্থে আইনের প্রয়োগ করে অবৈধকে বৈধ করে তোলা কিংবা অনিয়মকে নিয়ম করে তোলা, আইনভঙ্গকারীর বিরুদ্ধে প্রতিকারে উপেক্ষা প্রদর্শন ইত্যাদির কল্যাণে সুনামগঞ্জের জলমহাল, বালুপাথর মহাল, শুল্ক স্টেশনগুলো দুর্নীতির অভয়ারণ্যে পর্যবসিত হয়েছিল এবং ৫ আগস্টের পরিবর্তিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতেও এখনও তেমনটাই বহাল আছে, কেবল নিয়ন্ত্রণের হাত বদল ঘটেছে মাত্র। অন্তর্বর্তী সরকারের কাছে সুনামগঞ্জবাসীর প্রত্যাশা কেবল এই যে, ভবিষ্যতে যাতে এইসব শুল্ক স্টেশন, জলমহাল ও বালু-পাথর মহালগুলো লুটপাটের ক্ষেত্র হয়ে না উঠে তার ব্যবস্থা করুন। ভুলে গেলে চলবে না, সময়োপযোগী ব্যবস্থা নেওয়াই সবচেয়ে উত্তম। বিদ্যমান আইনে সাধারণ মানুষের ও রাষ্ট্রের স্বার্থরক্ষাকারী আইনের ধারাসমূহ যথাযথ পালনপ্রয়োগের ব্যবস্থা করাসহ প্রয়োজনে যুগোপযোগী জনকল্যাণমুখি আইন প্রণয়ন করুন, যাতে দুর্নীতি করার ফাঁক-অবকাশ আর না থাকে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল

লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল