সুনামগঞ্জ , শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫ , ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যৌথবাহিনীর অভিযানে রিভলবার উদ্ধার একটি পাথর সরালে জীবন ঝালাপালা করে দেব : ডিসি সারওয়ার আলম সীমান্তে ভারতীয় মোটরসাইকেল জব্দ মধ্যবাজারে ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত চারটি নৌ-অ্যাম্বুলেন্স অকেজো একদিনও সেবা পায়নি চার উপজেলার মানুষ সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক : ভেস্তে গেছে চার লেন প্রকল্প জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ইরা-সিআরইএ প্রকল্পের ‘অভিযোজন এক্সপো’ সম্পন্ন কাজের খোঁজে গ্রামাঞ্চলের দিনমজুররা শহরমুখী প্রশাসনের অনুমতি ছাড়াই শিল্পপণ্য মেলার আয়োজন! লক্ষাধিক মানুষের সড়ক যেন ডোবা-নালা তাহিরপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ র‌্যাবের অভিযানে ভারতীয় ২৭২ বোতল মদ জব্দ যারা নির্বাচনের বিরোধিতা করছে তারা দেশের শত্রু : কয়ছর এম আহমদ প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত : কয়ছর এম আহমদ বিশ্বম্ভরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত শান্তিগঞ্জে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০ দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয় : তারেক রহমান সত্যশব্দের বর্ষার আয়োজন ‘বাদল গেছে টুটি’
শীতের দাপট

বাড়ছে ঠান্ডাজনিত রোগ, বেশি আক্রান্ত শিশু

  • আপলোড সময় : ২৪-০১-২০২৫ ০৯:৪৬:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০১-২০২৫ ০৯:৪৭:৩৮ পূর্বাহ্ন
বাড়ছে ঠান্ডাজনিত রোগ, বেশি আক্রান্ত শিশু ছবি: গতকাল সদর হাসপাতালে সিট না থাকায় ফ্লোরেই শিশুর চিকিৎসা নিচ্ছেন এক মা
তানভীর আহমেদ :: সুনামগঞ্জে গত দুইদিন ধরে চলছে শীতের দাপট। দিনভর কুয়াশায় আচ্ছাদিত থাকছে চারপাশ। পাশাপাশি হিমেল হাওয়ার কারণে অনুভূত হচ্ছে তীব্র শীত। শীতের প্রকোপের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সর্দি-কাশি, জ্বর, নিউমোনিয়াসহ ঠান্ডা জনিত রোগ। ঠান্ডা জনিত এসব রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। রোগীদের ভিড় বাড়ছে ২৫০ শয্যাবিশিষ্ট সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে। যার কারণে বাড়তি চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১২টায় সুনামগঞ্জ সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে কথা হয় ঠান্ডাজনিত রোগে আক্রান্ত দেড় বছর বয়সী মাহমুদুল হাসানের মা মোছা. সুজনা বেগমের সাথে। এসময় তিনি জানান, বৃহস্পতিবার সকালে তার ছেলেকে বিশ্বম্ভরপুর উপজেলার সিরাজপুর (বাগগাঁও) থেকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে এসেছেন জেলা সদর হাসপাতালে। শিশুটি সর্দি-জ্বরে আক্রান্ত। হাসপাতালে আসার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে ভর্তি করার কথা বলেন। পরে তিনি তার ছেলেকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করেন। ভর্তি করার পর তার শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হওয়ায় শিশুটির মা সুজনা বেগম নেবুলাইজেশনের মাধ্যমে তার ছেলের শ্বাসকষ্ট কমানোর চেষ্টা করেছিলেন। সুজনা বেগম বলেন, দুই তিন দিন ধরে ছেলেটার সর্দি-জ্বর হইছে, কিছুটা শ্বাসকষ্টও আছে। প্রাথমিকভাবে এলাকায় চিকিৎসা করাইছি, সর্দি-জ্বর না কমায় এখন সদর হাসপাতালে নিয়ে আসছি। হাসপাতালে আসার পর চিকিৎসক ভর্তি করার কথা বলছেন। ভর্তি করছি কিন্তু কোনো সিট পাইছি না। রোগীর যে ভিড় তাই বাধ্য হয়ে ফ্লোরে থাকা লাগবো মনে হচ্ছে। হাসপাতালে শুধু মাহমুদুল হাসান নয়, সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত একে একে নয় শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে ভর্তি হওয়া শিশুদের স্বজন কিংবা বাবা-মা নেবুলাইজেশনের মাধ্যমে তাদের শিশুদের শ্বাসকষ্ট কমানোর চেষ্টা করছিলেন। আবার অনেকেই আউটডোরে চিকিৎসা সেবা নিয়ে বাড়িতে চলে যান। সুনামগঞ্জ সদর হাসপাতালের দেয়া তথ্য মতে, হঠাৎ করে ঠান্ডা বেড়ে যাওয়ায় গত তিন দিন ধরে শিশু ওয়ার্ডে অন্তত ২০ থেকে ৩০ জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে বেশিরভাগ শিশুই সর্দি-কাশি, জ্বর, নিউমোনিয়াসহ ঠান্ডা জনিত রোগে আক্রান্ত। গত বুধবার (২৩ জানুয়ারি) হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি ছিলেন ৯০ জন। এর মধ্যে বৃহস্পতিবার সকালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ১৭ জন শিশু। এছাড়া উন্নত চিকিৎসার জন্য সিলেটে রেফার করা হয়েছে ২ জনকে। অন্যদিকে বৃহস্পতিবার বেলা ১টা পর্যন্ত হাসপাতালে নতুন করে ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৯ শিশু। ঠান্ডা জনিত রোগে আক্রান্ত বেশিরভাগ শিশুর বয়স ১ বছরের মধ্যে। চিকিৎসকগণ বলছেন, হঠাৎ করে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় শিশুদের মধ্যে ঠান্ডা জনিত রোগের দেখা দিয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সঠিকভাবে শিশুদের যত্ন নিলেই এই ধরনের সমস্যা দ্রুত কমবে। সুনামগঞ্জ সদর উপজেলার নলুয়া গ্রামের ১৪ মাস বয়সী মাহিদা সর্দি-জ্বরে আক্রান্ত হওয়ায় তার মা কল্পনা বেগম তাকে নিয়ে এসেছেন সদর হাসপাতালে। হাসপাতালে আসার পর ডাক্তার জানিয়েছেন ঠান্ডা জনিত কারণে মাহিদার নিউমোনিয়ার লক্ষণ দেখা দিয়েছে। মাহিদার মা কল্পনা বেগম বলেন, হঠাৎ করে সর্দি লাগছে বাচ্চাটার, কিছুটা জ্বরও আছে, তারপর হাসপাতালে নিয়ে আসি। আসার পর জানতে পারলাম ঠান্ডায় নিউমোনিয়ার লক্ষণ দেখা দিয়েছে। এখন চিকিৎসকের পরামর্শ মোতাবেক চিকিৎসা নিতেছি। অনদিকে সদর উপজেলার আলমপুর গ্রামের ৬ মাস বয়সী শিশু বুশরাকে নিয়ে এসেছেন তার মা মিনহা বেগম। তিনি জানান, গত ৪-৫ দিন ধরে সর্দিতে আক্রান্ত হয়েছিল। প্রাথমিকভাবে ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করেছি, কিছুটা কমেছিল। কিন্তু গত ২ দিন ধরে হঠাৎ করে ঠান্ডা আরও বেড়ে যাওয়ায় সর্দির পাশাপাশি জ্বরও দেখা দিয়েছে। গত বুধবার রাতে শ্বাসকষ্টের দেখা দিয়েছে। এজন্য সকালে সদর হাসপাতালে নিয়ে এসেছি। চিকিৎসকের পরামর্শে হাসপাতালে নেবুলাইজেশনের মাধ্যমে শ্বাসকষ্ট কমানোর চেষ্টা করছি। সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান বলেন, হঠাৎ করে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় শিশুদের বিভিন্ন ঠান্ডা জনিত সমস্যা দেখা দিয়েছে। হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীর চাপ অনেকটা বেড়েছে। তবে বাড়তি চাপের মধ্যেও হাসপাতালের চিকিৎসকরা সর্বক্ষণিক রোগীদের সেবা দিচ্ছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
মধ্যবাজারে ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত

মধ্যবাজারে ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত