জামালগঞ্জে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পটগান প্রদর্শনী
- আপলোড সময় : ২২-০১-২০২৫ ০৮:২৮:২৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২২-০১-২০২৫ ০৮:২৮:২৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের টেকসই পুনরেকত্রীকরণ বিষয়ক পটগান প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ২১ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১০টায় জামালগঞ্জ উপজেলার ইউএনও কার্যালয় চত্বরে পটগান প্রদর্শনীর উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা মো. রহিছ উদ্দিন। উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল হাসান, মহিলা বিষয়ক অধিদপ্তরের লিপি আচার্য, সমাজসেবক আ. রব, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ওয়ালীউল্লাহ সরকার।
স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম জামালগঞ্জ উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার পাবেল কান্তি সরকার। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রবাসবন্ধু ফোরামের সদস্যবৃন্দ।
আলোচনা শেষে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসী বিষয়ক সচেতনতার লক্ষ্যে পটগান প্রদর্শন করেন খুলনাস্থ রূপান্তর সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। বিকাল ৩টায় জামালগঞ্জ উপজেলার লম্বাবাঁক গ্রামের পয়েন্টে এরকম আরেকটি পটগান প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ