শান্তিগঞ্জে ১২ জুয়াড়ি গ্রেফতার
- আপলোড সময় : ২২-০১-২০২৫ ০৮:২৪:৩২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২২-০১-২০২৫ ০৮:২৪:৩২ পূর্বাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জে জুয়া খেলার অপরাধে ১২ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে মামলা দায়েরপূর্বক তাদের আদালতে সোপর্দ করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, মঙ্গলবার ভোরে শান্তিগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) মো. সুলেমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী গ্রামে জমির আলীর বাড়ি সংলগ্ন ইমন মিয়ার চায়ের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশ টাকার বিনিময়ে তাস খেলারত অভিযুক্ত ১২ জুয়াড়ীকে আটক এবং তাদের কাছে জুয়া খেলার ৩১১টি তাস, একটি কম্বল ও নগদ ২০,৩২০টাকা উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হলো শান্তিগঞ্জ থানা এলাকার জামলাবাজ গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. ফয়সাল (৫০), একই গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে মো. লিলু মিয়া (৪২), মৃত বিরাম উদ্দিনের ছেলে তাজ উদ্দিন (২৮), মৃত হাফিজুর রহমানের ছেলে মো. আক্তার হোসেন (২৬), মৃত একরাম হোসেনের ছেলে মো. ইজাজুল হক (৪০), আব্দুল করিমের ছেলে জুনেল আহমদ (৩৬), মৃত আব্দুল ওয়াদুদের ছেলে শাহীন আহমদ (২৮), আব্দুস সোবহানের ছেলে আলাউর রহমান (৪০), ইসকন্দর আলীর ছেলে শহিদ আলী (৪৫) ও মৃত সমর আলীর ছেলে রিপন আহমদ, নোয়াখালী গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে জমির আলী (৫০) ও একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে হেলেন মিয়া (৫০)।
শান্তিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী জানান, গ্রেফতারকৃতদের আদালতে চালান দেয়া হয়েছে। শান্তিগঞ্জ থানা এলাকায় মাদক ও জুয়াড়িদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ