সুনামগঞ্জ , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমার ভাঙনে বদলে যাচ্ছে ৩ গ্রামের মানচিত্র, ভাঙন রোধে নেই পদক্ষেপ ‘ডিসেম্বরই শেষ সময়’, আজ যুগপৎ সঙ্গীদের সঙ্গে বসছে বিএনপি ফসল তোলার উৎসব-সংগ্রামে একাকার হাওর-ভাটির কৃষক উৎকণ্ঠার মধ্যেই হাওরে ধান কাটার ধুম কোন কৃষককে হয়রানি করা যাবে না : খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বিএনপি ও কৃষক দলের সংবাদ সম্মেলন বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা বৃদ্ধির দাবি তৃতীয় দিনের মতো আন্দোলনে শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে এবার শিক্ষার্থীদের সড়ক অবরোধ বেড়েছে অগ্নিকান্ডের ঘটনা, তিন মাসে জেলায় ৮৭ অগ্নিদুর্ঘটনা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, দুশ্চিন্তায় কৃষক জগন্নাথপুরে ভোক্তা অধিকার আইন বিষয়ক সভা ঢাকা ছাড়তে পুলিশের আবেদনের হিড়িক, ছয় মাসে সাড়ে সাত হাজারের বেশি বদলির আবেদন সিলেটে ছাত্রলীগ কর্মী খুন সীমান্তে ভারতীয় ১২ গরু জব্দ হাসপাতাল চালুর দাবিতে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের ক্লাস বর্জন বর্ণিল আয়োজনে বর্ষবরণ হাওরে চড়ক উৎসবে মানুষের ঢল ভারী বৃষ্টিপাতের আশঙ্কা, দ্রুত পাকা ধান কাটার আহ্বান

শান্তিগঞ্জে ১২ জুয়াড়ি গ্রেফতার

  • আপলোড সময় : ২২-০১-২০২৫ ০৮:২৪:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৫ ০৮:২৪:৩২ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে ১২ জুয়াড়ি গ্রেফতার
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জে জুয়া খেলার অপরাধে ১২ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে মামলা দায়েরপূর্বক তাদের আদালতে সোপর্দ করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, মঙ্গলবার ভোরে শান্তিগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) মো. সুলেমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী গ্রামে জমির আলীর বাড়ি সংলগ্ন ইমন মিয়ার চায়ের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশ টাকার বিনিময়ে তাস খেলারত অভিযুক্ত ১২ জুয়াড়ীকে আটক এবং তাদের কাছে জুয়া খেলার ৩১১টি তাস, একটি কম্বল ও নগদ ২০,৩২০টাকা উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হলো শান্তিগঞ্জ থানা এলাকার জামলাবাজ গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মো. ফয়সাল (৫০), একই গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে মো. লিলু মিয়া (৪২), মৃত বিরাম উদ্দিনের ছেলে তাজ উদ্দিন (২৮), মৃত হাফিজুর রহমানের ছেলে মো. আক্তার হোসেন (২৬), মৃত একরাম হোসেনের ছেলে মো. ইজাজুল হক (৪০), আব্দুল করিমের ছেলে জুনেল আহমদ (৩৬), মৃত আব্দুল ওয়াদুদের ছেলে শাহীন আহমদ (২৮), আব্দুস সোবহানের ছেলে আলাউর রহমান (৪০), ইসকন্দর আলীর ছেলে শহিদ আলী (৪৫) ও মৃত সমর আলীর ছেলে রিপন আহমদ, নোয়াখালী গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে জমির আলী (৫০) ও একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে হেলেন মিয়া (৫০)। শান্তিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী জানান, গ্রেফতারকৃতদের আদালতে চালান দেয়া হয়েছে। শান্তিগঞ্জ থানা এলাকায় মাদক ও জুয়াড়িদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ