সুনামগঞ্জ , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশিক্ষা উপদেষ্টার সাথে সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির সাক্ষাৎ বইমেলা আমাদের সংস্কৃতি আর জ্ঞানের প্রতীক- জেলা প্রশাসক ২০১৮ সালে নির্বাচনের দায়িত্বে থাকা ৩৩ ডিসিকে ওএসডি বিএনপির বর্ধিত সভা এবার সংসদ ভবন প্রাঙ্গণে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের পরিকল্পনা সভা আল-আকসা কিন্ডারগার্টেন উদ্বোধন সাবেক কাউন্সিলর আবুল হাসনাত কাওসার গ্রেফতার শিক্ষকের মারধরে ছাত্র আহত অ্যাড. নূরুল ইসলামের সমর্থনে প্রচার সভা ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প হাওরের ফসলরক্ষা বাঁধ এখনো অনেক কাজ বাকি এবারও হাওরের মাটি কাটা হচ্ছে কলমে! জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি অনুমোদন জগন্নাথপুরে ৩ দোকান থেকে নগদ অর্থসহ অর্ধকোটি টাকার মোবাইল চুরি মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভাতা বৃদ্ধির দাবিতে রাণীগঞ্জ মাদ্রাসায় মানববন্ধন অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাসপাতালে অত্যাধুনিক এক্স-রে মেশিন চালু : স্বল্প মূল্যে সেবা পাবেন রোগীরা ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে মাদ্রাসা সুপারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ পুলিশ সুপার আনোয়ার হোসেনকে প্রত্যাহার

জামায়াতের আমির ও চরমোনাই পীরের রুদ্ধদ্বার বৈঠক

  • আপলোড সময় : ২২-০১-২০২৫ ০৭:৫০:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৫ ০৭:৫০:৫১ পূর্বাহ্ন
জামায়াতের আমির ও চরমোনাই পীরের রুদ্ধদ্বার বৈঠক
সুনামকণ্ঠ ডেস্ক :: রুদ্ধদ্বার বৈঠক করলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও চরমোনাইর পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। বহুদিন পর মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশের ঘাঁটি বরিশালের চরমোনাই সফর করেন জামায়াতের আমির। ওইদিন দুপুরে তিনি চরমোনাইর পীরের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দুই নেতা রুদ্ধদ্বার বৈঠক করেন। বৈঠক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বরিশাল মহিলা জামায়াতের সম্মেলনে অংশ নেওয়ার পর জামায়াতের আমির বরিশাল সদর উপজেলার চরমোনাই জামিয়া রশিদিয়া আহছানাবাদ মাদ্রাসা প্রাঙ্গণে যান। তিনি গোটা মাদ্রাসা কম্পাউন্ড ঘুরে দেখেন এবং ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে কথা বলেন। পরে তিনি ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এর আগে মাদ্রাসার মেহমানখানায় মধ্যাহ্নভোজ করেন তাঁরা। দুপুরে বৈঠক শেষে জামায়াতের আমির সাংবাদিকদের বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন তা সম্পন্ন করে তারপর নির্বাচন। একই কথা আমাদের দুই দলের। জামায়াত আমির বলেন, আগে সংস্কারটা হোক না, তারপর নির্বাচনের কথা হবে। ইসলামি দলগুলোর ঐক্যের বিষয়ে এক প্রশ্নে শফিকুর রহমান বলেন, আমরা এক আছি তো, এক সঙ্গে কাজ করব। জনগণের প্রত্যাশা, সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে। সীমান্তে উত্তেজনা ও ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নতজানু পররাষ্ট্র নীতির ফসল, এটা তাঁরা চান না। এ সময় ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, আমরা যেন সবাই একত্রিত হয়ে ইসলাম ও মানবতার পক্ষে কাজ করতে পারি-এটাই কামনা করছি। বৈঠকে আলোচনার বিষয় সম্পর্কে জানতে চাইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন বলেন, জামায়াতের আমির চরমোনাই এসে পীর সাহেবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আগেই শিডিউল নিয়েছিলেন। বরিশালে তাদের কর্মসূচি উপলক্ষে তিনি চরমোনাই পরিদর্শন করেছেন। আশরাফ আলী বলেন, দুই আমির একমত হয়েছেন যে, ৫৩ বছরে দেশের অবস্থা শোচনীয় হয়েছে। জাতি নতুন বন্দোবস্ত চায়। পার¯পরিক মতামতের মাধ্যমে এটি সম্ভব। কিছু বিষয়ে জামায়াত এবং ইসলামী আন্দোলনের নীতি এক ও অভিন্ন উল্লেখ করেন আশরাফ আলী বলেন, যেমন, ফ্যাসিবাদী শক্তি যাতে ক্ষমতায় না আসতে পারে এ বিষয়ে একমত হয়েছেন দুই আমির। জাতীয় নির্বাচন প্রসঙ্গে ইসলামী আন্দোলনের এ নেতা বলেন, দুই দলই মনে করে, যেনতেন নির্বাচনের আর সুযোগ নেই। এর আগে কখনো দুই দলের শীর্ষ পর্যায়ের নেতার সঙ্গে বৈঠক হয়েছে কিনা জানতে চাইলে আশরাফ আলী বলেন, পীর সাহেবের মরহুম আব্বার সঙ্গে গোলাম আজমের সাক্ষাৎ হয়েছিল। এরপর আনুষ্ঠানিকভাবে এটাই প্রথম বৈঠক। বৈঠকে সব ইসলামী দল যে ঐক্যবদ্ধ হওয়ার চিন্তা করছে তা এগিয়ে নেওয়ার জন্য দুই দল কাজ করবে বলে তারা ঐকমত্য পোষণ করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গণশিক্ষা উপদেষ্টার সাথে সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির সাক্ষাৎ

গণশিক্ষা উপদেষ্টার সাথে সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির সাক্ষাৎ