সুনামগঞ্জ , বুধবার, ২০ অগাস্ট ২০২৫ , ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষাধিক মানুষের সড়ক যেন ডোবা-নালা তাহিরপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ র‌্যাবের অভিযানে ভারতীয় ২৭২ বোতল মদ জব্দ যারা নির্বাচনের বিরোধিতা করছে তারা দেশের শত্রু : কয়ছর এম আহমদ প্রশাসনের পূর্ণাঙ্গ তালিকা থেকে গায়েব জেলার বহু খাল নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত : কয়ছর এম আহমদ বিশ্বম্ভরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত শান্তিগঞ্জে ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০ দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয় : তারেক রহমান সত্যশব্দের বর্ষার আয়োজন ‘বাদল গেছে টুটি’ দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের ফ্যামিলি গ্যাদারিং অনুষ্ঠিত জনগণের ভোগান্তি কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করতে হবে নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি সরকার গঠন করবে : কয়ছর এম আহমেদ জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্প পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা তাহিরপুরে তোপের মুখে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা জাতি-ধর্মে ভেদাভেদ থাকবে না, এই দেশ সবার : সেনাপ্রধান বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপিত ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ দ্রুত সম্পন্নের দাবি সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের ‘সাহিত্য আড্ডা’ অনুষ্ঠিত
বাঁধের কাজে ধীরগতি, শঙ্কায় কৃষক

ধর্মপাশায় প্রথম কিস্তির টাকা না পাওয়ায় বিপাকে পিআইসিরা

  • আপলোড সময় : ২২-০১-২০২৫ ০৭:৪৫:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৫ ০৭:৪৫:৩৪ পূর্বাহ্ন
ধর্মপাশায় প্রথম কিস্তির টাকা না পাওয়ায় বিপাকে পিআইসিরা
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলায় হাওরের ফসলরক্ষা বাঁধের ৮৬টি প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সদস্যরা এক মাসের বেশি সময় ধরে বাঁধ পুনঃনির্মাণ ও মেরামত কাজ করে আসলেও মঙ্গলবার পর্যন্ত তাঁরা প্রথম কিস্তির টাকা পাননি। এ নিয়ে তাঁদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। ফলে হাওরের বোরো ফসল রক্ষা নিয়ে শঙ্কায় রয়েছেন হাওরপাড়ের কৃষকেরা। ধর্মপাশা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার চন্দ্র সোনার থাল, জয়ধনা, সোনামড়ল কাইলানী, জয়ধনা, গুরমা ও রুই বিল হাওরটি সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের অধীন। এই সাতটি হাওরের ফসলরক্ষা বাঁধের ৮৬টি প্রকল্পের বিপরীতে বরাদ্দ ধরা হয়েছে ১৯ কোটি ১৫ লাখ ১ হাজার ৮৮টাকা। নীতিমালা অনুযায়ী, গত বছরের ১৫ ডিসেম্বর থেকে বাঁধ পুনঃনির্মাণ ও মেরামত কাজ শুরু করে তা আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার কথা রয়েছে। গত বছরের ১৫ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বাঁধের কাজের উদ্বোধন করা হয়। কিন্তু হাওর থেকে পানি নামতে দেরি হওয়ায় পুরোদমে সবকটি বাঁধের কাজ শুরু হয়েছে জানুয়ারির প্রথম সপ্তাহে। চারটি কিস্তিতে চেকের মাধ্যমে বাঁধের কাজের বরাদ্দের টাকা পিআইসিদের দেওয়ার কথা রয়েছে। কাজ শুরুর আগেই পিআইসিদেরকে বরাদ্দের শতকরা ২৫ভাগ টাকার অগ্রিম চেক দেওয়ার কথা। কিন্তু এক মাস পেরিয়ে গেলেও গতকাল মঙ্গলবার পর্যন্ত পিআইসিরা বরাদ্দের প্রথম কিস্তির টাকা পাননি। উপজেলার চন্দ্র সোনার থাল, সোনামড়ল, জয়ধনা, কাইলানী ও রুই বিল হাওরের অন্তত ৩৫টি ফসলরক্ষা বাঁধের প্রকল্প কাজ ঘুরে দেখা গেছে, বাঁধের প্রকল্প কাজগুলো চলছে ধীরগতিতে। এসব প্রকল্পগুলোতে কোথাও ২জন আবার কোথায় ৪জন শ্রমিক কাজ করছেন। উপজেলার চন্দ্র সোনার থাল হাওরের ফসলরক্ষা বাঁধের ৩৩নং প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতি সালাহ উদ্দিন (৪৬) ও একই হাওরের ৬৭ নম্বর প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি আজিজুর রহমান (৫০) বলেন, নিয়ম অনুযায়ী ফসলরক্ষা বাঁধের কাজ শুরু করার আগেই আমাদেরকে বরাদ্দের প্রথম কিস্তির টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনো প্রথম কিস্তির টাকাই আমরা পাইনি। এতে আমরা হতাশ। ধার দেনা করে বাঁধের কাজ করতে গিয়ে ভীষণ সমস্যা হচ্ছে। হাওর বাঁচাও আন্দোলনের ধর্মপাশা উপজেলা কমিটির সদস্য এনামুল হক এনাম বলেন, হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করতে হবে। অন্যথায় হাওরের ফসলডুবির আশঙ্কা রয়েছে। আমরা ২০১৭ সালের মতো ফসলডুবির সেই দৃশ্য আর দেখতে চাই না। যতটুকু জেনেছি, ধর্মপাশার ইউএনও অন্যত্র বদলি হওয়ায় পিআইসিরা প্রথম কিস্তির টাকা এখনো পাচ্ছেন না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। হাওরের ফসলরক্ষা বাঁধের তদারকির দায়িত্বে থাকা সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী এবং উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও পর্যবেক্ষণ কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর আলম বলেন, বাঁধের কাজের প্রথম কিস্তির টাকা ইতিমধ্যে ব্যাংকে এসে জমা হয়েছে। কিন্তু পিআইসিরা প্রথম কিস্তির টাকা না পাওয়ায় কাজের গতি কমে গেছে। দ্রুত প্রথম কিস্তির চেক প্রদানের জন্য আমরা চেষ্টা করছি। ইউএনও’র দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান বলেন, ধর্মপাশার ইউএনও স্যার গত ৩১ ডিসেম্বর বদলি হয়ে অন্যত্র চলে গেছেন। এ উপজেলায় নতুন ইউএনও পদায়ন হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই এ সমস্যার সমাধান হবে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডোর নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, এ সমস্যা সমাধানে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আমি ডিসি স্যারের সঙ্গে কথা বলেছি। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ধর্মপাশায় নতুন ইউএনও দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে মধ্যেই পিআইসিরা প্রথম কিস্তির টাকার চেক পেয়ে যাবেন বলে আশা করছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
লক্ষাধিক মানুষের সড়ক যেন ডোবা-নালা

লক্ষাধিক মানুষের সড়ক যেন ডোবা-নালা