বিজিবি’র অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- আপলোড সময় : ২১-০১-২০২৫ ০৮:১১:০৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২১-০১-২০২৫ ০৮:১১:০৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
বিশ্বম্ভরপুর উপজেলার ছাতারকোণা সীমান্তে অভিযান চালিয়ে চিনাকান্দি বিওপির বিজিবি সদস্যরা ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা বিপুল পরিমাণ পণ্য জব্দ করেছে।
বিজিবি জানায়, সোমবার ভোরে ছাতারকোণা সীমান্ত এলাকা দিয়ে চালকবিহীন চারটি মিনিট্রাক আটক করেন বিজিবির টহল দলের সদস্যরা। ট্রাক থেকে ১০ হাজার ৪৯৪ কেজি ভারতীয় চিনি, ৯ হাজার ৯২০ প্যাকেট বিড়ি, ৯২ কেজি জিরা জব্দ করা হয়। জব্দ পণ্যের আনুমানিক মূল্য এক কোটি ১৭ হাজার টাকা।
সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক একেএম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি চোরাচালানের পণ্য আটক করতে বিজিবি সার্বক্ষণিক কাজ করছে। জব্দ পণ্য শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ