সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬ , ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি দল স্বৈরাচার দলটির মতো ভাষা ব্যবহার করছে : তারেক রহমান গিরিশনগরে ফসলরক্ষা বাঁধের প্রকল্প নেই, অরক্ষিত থাকবে কনছখাই হাওর অগণতান্ত্রিক শক্তি রুখতে ‘না’ ভোটকে বিজয়ী করার আহ্বান সংসদ সদস্য প্রার্থী জাহাঙ্গীর আলমের তারেক রহমানের নেতৃত্বে হাওরাঞ্চলের উন্নয়ন করা হবে : কামরুজ্জামান কামরুল অনেক বাঁধে মাটিই পড়েনি, প্রশাসনের দাবি ৩০% কাজ শেষ জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের সুরক্ষা ও দায় মুক্তি নির্ধারণে অধ্যাদেশ জারি ফাঁস লাগিয়ে হত্যা করা হলো ঘোড়াটিকে লঞ্চঘাট এলাকাকে শহরের অন্যতম নান্দনিক স্থান হিসেবে গড়ে তোলা হবে : ডিসি বিএনপি’র সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকতে মরিয়া জামায়াত শান্তিগঞ্জে ফসলরক্ষা বাঁধ পরিদর্শনে অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল শিক্ষাব্যবস্থায় বাংলার পাশাপাশি ইংরেজি-আরবি যুক্ত করা হবে : জামায়াতের আমির দেশে সিস্টেমের পরিবর্তন চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দিন : জেলা প্রশাসক সরিষা চাষে দ্বিগুণ লাভবান হাওর অঞ্চলের কৃষকরা ২৫০ পিস শিসা বুলেটসহ আটক ১ ফিলিং স্টেশনে গ্যাস সংকট, জনমনে অসন্তোষ গুরুত্বপূর্ণ ক্লোজারে কাজ শুরু হয়নি ভোটের মাঠে উত্তাপ : প্রচারণায় বাড়ছে বিষোদগার ও অসহিষ্ণুতা এই মাটির সন্তান হিসেবে আপনাদের সেবা করতে চাই : নাজমুল হুদা হিমেল খরচার হাওরে খাল সেচে মাছ লুট ফ্যামিলি কার্ডে মিলবে সব সরকারি সুবিধা : তারেক রহমান

সুনামগঞ্জ পৌরসভার দায়িত্ব হস্তান্তর করলেন নাদের বখত

  • আপলোড সময় : ২০-০৮-২০২৪ ১১:৪৭:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৪ ১১:৪৭:১২ অপরাহ্ন
সুনামগঞ্জ পৌরসভার দায়িত্ব হস্তান্তর করলেন নাদের বখত
সুনামগঞ্জ পৌরসভার মেয়রের দায়িত্ব হস্তান্তর করেছেন নাদের বখত। মঙ্গলবার দুপুরে পৌরসভার মেয়রের কক্ষে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্বভার গ্রহণ করেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রেজাউল করিম। 
 
এসময় নাদের বখত বলেন, আমি পৌরসভার নাগরিকদের সেবা দিতে মেয়র হিসেবে নির্বাচিত হয়েছিলাম। আমি প্রত্যেক নাগরিকের পাশে থেকে সাধ্যমত সেবা দেওয়ার চেষ্টা করেছি। আমার ভুলত্রুটি হতেই পারে। তাই কোনো ভুলত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। তিনি বলেন, মহামান্য রাষ্ট্রপতির আদেশে দেশের বিভিন্ন পৌরসভার মতো আমিও এই আদেশ পালনের মধ্যদিয়ে দায়িত্ব হস্তান্তর করেছি। 
 
পৌর নাগরিক ও কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আমি যেখানেই থাকি কিন্তু আপনাদের পাশে থাকবো, আছি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন।
 
পৌরসভার দায়িত্ব গ্রহণকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রেজাউল করিম বলেন, আমি সিলেটে ও সুনামগঞ্জে প্রশাসনিক দায়িত্ব পালন করেছি। এখানকার কৃষ্টি-কালচার আমার অনেকটাই জানা আছে। তবুও সুনামগঞ্জ পৌরসভার সংক্ষিপ্ত সময়ে আমার দায়িত্ব পালনে আমি ভাল কিছু করতে চাই। তিনি আরও বলেন, আমার স্বল্প মেয়াদে আমরা জনকল্যাণে যে কাজ করবো, সেই কাজ যেন স্মরণীয় হয়ে থাকে। সেদিকে সকলে খেয়াল রাখতে হবে। এই জন্য আপনারা আমাকে সার্বিক সহযোগিতা করবেন - এটাই প্রত্যাশা করি।
 
পৌরসভার দায়িত্ব হস্তান্তরকালে পৌরসভার কর্মকর্তা, কর্মচারী, নির্বাচিত কাউন্সিলর ও নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।
 

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স