সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন
সভাপতি অ্যাড. মো. আব্দুল হক, সাধারণ সম্পাদক অ্যাড. নূরে আলম সিদ্দিকী
- আপলোড সময় : ২০-০১-২০২৫ ০৭:৩৭:৩৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২০-০১-২০২৫ ০৭:৩৭:৩৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
উৎসবমুখর পরিবেশে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) সুনামগঞ্জ আইনজীবী সমিতি ভবনে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে ৩৮৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে ওইদিন রাতে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
নির্বাচনে সভাপতি পদে অ্যাড. মো. আব্দুল হক ১৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. আব্দুল হামিদ পেয়েছেন ১৩৭ ভোট। এছাড়া সভাপতি পদে অ্যাড. রবিউল লেইছ ৫৭ এবং অ্যাড. বদর উদ্দিন ১৬ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে অ্যাড. নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল ২৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাড. হুমায়ূন কবীর পেয়েছেন ১৩১ ভোট।
এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাড. মাহবুবুল হাসান ১৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী অ্যাড. মো. আবুল বাশার পেয়েছেন ১৭৬ ভোট।
অপরদিকে সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাড. মো. আজাদুল ইসলাম এবং সহ-সভাপতি অ্যাড. মো. আবু বকর বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাড. জুবায়ের আবেদীন, অর্থ সম্পাদক পদে অ্যাড. মোহাম্মদ মহসিন রেজা, পাঠাগার সম্পাদক পদে অ্যাড. মো. মুশফিকুর রহমান পীর, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক পদে অ্যাড. ফরহাদ উদ্দিন, সাহিত ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাড. মো. আকিক মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক পদে অ্যাড. ফাতেমা আক্তার রেখা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
কার্যকরী সদস্য ৫টি পদের জন্য ৭ জন প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। ১১ জানুয়ারী সাংবাদিক ও আইনজীবী আনোয়ার হোসেন মৃত্যুবরণ করায় ৬ প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। এর মধ্যে অ্যাড. মোহাম্মদ হুমায়ুন কবির ৩২৭ ভোট, অ্যাড. ছাইদুর রহমান তালুকদার ৩০৯ ভোট, অ্যাড. জুলহাস মিয়া ২৭২ ভোট, অ্যাড. আফিজ মিয়া ২৫৪ ভোট এবং অ্যাড. রজত কান্তি সরকার ২৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে অপর প্রতিদ্বন্দ্বী অ্যাড. গৌরাঙ্গ পদ দাশ পেয়েছেন ২০৬ ভোট।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাড. মো. ছইল মিয়া, অ্যাড. কামাল হোসেন, অ্যাড. জমির উদ্দিন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ