সুনামগঞ্জ , শনিবার, ০১ নভেম্বর ২০২৫ , ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু হবে কি-না সন্দেহ আছে : রিজভী ‘ধানের শীষ’ প্রত্যাশীরা মাঠে সরব ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক কারাগারে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার অবৈধভাবে বালু উত্তোলনে লিমপিড ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে মামলা ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’ সাত বছরেও শেষ হয়নি ১৩০ কোটি টাকার দুই সেতুর নির্মাণকাজ নির্বাচন চ্যালেঞ্জিং হবে, হঠাৎ আক্রমণ চলে আসতে পারে : প্রধান উপদেষ্টা নিম্নমানের ইট দিয়ে নির্মাণকাজ,ভবনের দেয়াল ভেঙে দিতে জেলা প্রশাসকের নির্দেশ মিথ্যা তথ্যে ‘জুলাইযোদ্ধা’, ১২৮ জনের গেজেট বাতিল বালু লুটের প্রতিবাদে এনসিপি’র মানববন্ধন মোহনপুর-কাঠইর সড়ক বেহাল চলাচলে ভোগান্তির শেষ নেই জেলায় প্রথম বারের মতো অনুষ্ঠিত হলো ‘মেধা যাচাই বৃত্তি পরীক্ষা’ জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল সরকার-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে শান্তিগঞ্জে ফলোআপ কর্মশালা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি সুরমার ঘাটে ঘাটে ময়লার ভাগাড় আজ ‘জেলা প্রশাসন মেধা যাচাই বৃত্তি পরীক্ষায় বসছে ৭৬ হাজার ৪৮৫ শিক্ষার্থী ধোপাজানে অবৈধভাবে ১৪ দিনে ২৪ কোটি টাকার সিলিকা বালু লুট জুলাই আন্দোলনের পর সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা নিয়েছেন আমলারা : হাসনাত আবদুল্লাহ
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

সভাপতি অ্যাড. মো. আব্দুল হক, সাধারণ সম্পাদক অ্যাড. নূরে আলম সিদ্দিকী

  • আপলোড সময় : ২০-০১-২০২৫ ০৭:৩৭:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৫ ০৭:৩৭:৩৭ পূর্বাহ্ন
সভাপতি অ্যাড. মো. আব্দুল হক, সাধারণ সম্পাদক অ্যাড. নূরে আলম সিদ্দিকী
স্টাফ রিপোর্টার :: উৎসবমুখর পরিবেশে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) সুনামগঞ্জ আইনজীবী সমিতি ভবনে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে ৩৮৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে ওইদিন রাতে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে সভাপতি পদে অ্যাড. মো. আব্দুল হক ১৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. আব্দুল হামিদ পেয়েছেন ১৩৭ ভোট। এছাড়া সভাপতি পদে অ্যাড. রবিউল লেইছ ৫৭ এবং অ্যাড. বদর উদ্দিন ১৬ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে অ্যাড. নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল ২৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাড. হুমায়ূন কবীর পেয়েছেন ১৩১ ভোট। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাড. মাহবুবুল হাসান ১৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী অ্যাড. মো. আবুল বাশার পেয়েছেন ১৭৬ ভোট। অপরদিকে সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাড. মো. আজাদুল ইসলাম এবং সহ-সভাপতি অ্যাড. মো. আবু বকর বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাড. জুবায়ের আবেদীন, অর্থ সম্পাদক পদে অ্যাড. মোহাম্মদ মহসিন রেজা, পাঠাগার সম্পাদক পদে অ্যাড. মো. মুশফিকুর রহমান পীর, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক পদে অ্যাড. ফরহাদ উদ্দিন, সাহিত ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাড. মো. আকিক মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক পদে অ্যাড. ফাতেমা আক্তার রেখা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্য ৫টি পদের জন্য ৭ জন প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। ১১ জানুয়ারী সাংবাদিক ও আইনজীবী আনোয়ার হোসেন মৃত্যুবরণ করায় ৬ প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। এর মধ্যে অ্যাড. মোহাম্মদ হুমায়ুন কবির ৩২৭ ভোট, অ্যাড. ছাইদুর রহমান তালুকদার ৩০৯ ভোট, অ্যাড. জুলহাস মিয়া ২৭২ ভোট, অ্যাড. আফিজ মিয়া ২৫৪ ভোট এবং অ্যাড. রজত কান্তি সরকার ২৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে অপর প্রতিদ্বন্দ্বী অ্যাড. গৌরাঙ্গ পদ দাশ পেয়েছেন ২০৬ ভোট। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাড. মো. ছইল মিয়া, অ্যাড. কামাল হোসেন, অ্যাড. জমির উদ্দিন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
অবৈধভাবে বালু উত্তোলনে লিমপিড ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে মামলা

অবৈধভাবে বালু উত্তোলনে লিমপিড ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে মামলা