জামালগঞ্জ উপজেলার ১নং বেহেলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকারের পদত্যাগের দাবিতে মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বেহেলী ইউনিয়ন পরিষদের সামনে প্রায় ৩ঘণ্টা অবস্থানের পর চেয়ারম্যান অফিসে না আসায় ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন সৌরভ আলম, রাসিদুল হক জিসান, সুফিয়ান, রিয়াদ, জনতার পক্ষে ওয়াসীম আকরাম, সাইফুল, শরীফ, তোফায়েল, জুলফিকার, মোহিন, অন্তর প্রমুখ।
বক্তাগন বলেন, চেয়ারম্যান সুব্রত গত ৪ আগস্ট জামালগঞ্জ সদরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে তাদের খুন জখম করার লক্ষ্যে দা, রামদা হকিস্টিক, দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একদল আওয়ামী সন্ত্রাসীদের নিয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের হামলা করতে জামালগঞ্জের অলিগলিতে হন্য হয়ে খোঁজতে থাকে। চেয়ারম্যান সুব্রতর তার পদে থাকার কোন যোগ্যতা নাই। তাক পদত্যাগে আমরা বাধ্য করবই, ইনশাআল্লাহ। বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকুন নূর বলেন, ছাত্র নেতৃবৃন্দ বেহেলী ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আমার কাছে স্মারকলিপি দিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।