জেলা বারকি শ্রমিক সংঘের সভা
- আপলোড সময় : ১৭-০১-২০২৫ ১০:১২:৩৬ অপরাহ্ন
- আপডেট সময় : ১৭-০১-২০২৫ ১০:১২:৩৬ অপরাহ্ন
ধোপাজানে লুটপাটকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি
সুনামগঞ্জ জেলা বারকি শ্রমিক সংঘের সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫ টায় সংগঠনের জেলা সভাপতি নাসির মিয়ার সভাপতিত্বে ও সহ সাধারণ স¤পাদক জমির আলীর পরিচালনায় জিনারপুর বাজারে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল। সভায় বক্তব্য রাখেন মরম আলী, হারুন মিয়া, তাহের মিয়া, আবুল বাশার, সুজন মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ইজারবিহীন ধোপাজান চলতি নদীতে ড্রেজার বোমা সিন্ডিকেট আবারও সক্রিয় হয়ে উঠেছে। রাতের অন্ধকারে ধোপাজান চলতি নদীতে খননযন্ত্রের মাধ্যমে বালু উত্তোলন শেষে বাল্কহেড নৌকাবোঝাই করে সুরমা নদী হয়ে দেশের বিভিন্ন জায়গায় সিন্ডিকেটের সদস্যরা পৌঁছে দিচ্ছে। তারা বলেন, চলতি নদীর প্রবেশমুখে পুলিশের টহল থাকাবস্থায় কিভাবে এবং কাদের সহায়তায় লুটপাটের এই কর্মকান্ড চলে? আইনশৃঙ্খলা বাহিনীর নিকট প্রশ্ন রেখে অবিলম্বে লুটপাটকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাই।
উক্ত সভায় ধোপজান চলতি নদী কমিটির সম্মেলন উপলক্ষে প্রবীণ সদস্য নাসু মিয়াকে আহ্বায়ক ও মরম আলীকে যুগ্ম আহ্বায়ক করে সাত সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন আফিল উদ্দিন, সুজন মিয়া, তাহের মিয়া, আবুল বাশার, মানিক মিয়া। -সংবাদ বিজ্ঞপ্তি
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ