ধর্মপাশায় আসামি গ্রেপ্তার
- আপলোড সময় : ১৭-০১-২০২৫ ১০:০৯:৫৯ অপরাহ্ন
- আপডেট সময় : ১৭-০১-২০২৫ ১০:০৯:৫৯ অপরাহ্ন
ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার বেরীকান্দি গ্রামের নিজ বসতঘর থেকে গত বৃহঃপতিবার (১৬ জানুয়ারি) গভীর রাতে নজরুল ইসলাম (৫০) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধর্মপাশা থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেরীকান্দি গ্রামের নজরুল ইসলামসহ চারজনের নাম উল্লেখ করে একই গ্রামের সাদিকুল ইসলাম চৌধুরী (৪০) বাদী হয়ে গত বৃহ¯পতিবার রাতে থানায় একটি মামলা করেন। মামলার পরপরই অভিযান চালিয়ে ওইদিন রাত পৌনে দুইটার দিকে নিজ বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ