নারীদের সংরক্ষিত আসন মানি না : চরমোনাই পীর
- আপলোড সময় : ১৭-০১-২০২৫ ১০:০১:২৫ অপরাহ্ন
- আপডেট সময় : ১৮-০১-২০২৫ ১২:০৪:৫৯ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক :: ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, সংস্কারের পর নির্বাচন হবে। যারা সংস্কারে বাধা দিচ্ছেন তারা দীর্ঘ ১৬ বছর কোথায় ছিলেন? বলেছিলেন ঈদের পর আন্দোলন করবেন, সংগ্রাম করবেন। ঈদ চলে গেছে, আন্দোলন করতে পারেন নাই। অথচ ছাত্র-জনতা আন্দোলনের ভিত্তিতে যে অর্জন করেছে তা ধ্বংস করতে চক্রান্ত করছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৫ম জাতীয় সম্মেলনে এ কথা বলেন তিনি। সম্মেলনে চরমোনাই পীর বলেন, ৫ আগস্টের পর আবারও চাঁদাবাজি দেখলাম। বাংলাদেশের মানুষ চাঁদাবাজি দেখতে চায় না। দুর্নীতি দেখতে চায় না। তারা ইসলামের শাসন চায়। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, এখন চাঁদাবাজি, দুর্নীতিবাজ, দখলবাজদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। আমাদের আন্দোলন এখনো শেষ হয় নাই। এ সময় কোটাবিরোধী আন্দোলনের পর জাতীয় সংসদ নির্বাচনে নারীদের সরাসরি নির্বাচনে আসার সুযোগ দেওয়ার দাবি তোলেন তিনি। ফয়জুল করীম বলেন, আমরা কোটাবিরোধী আন্দোলন করেছি। সংরক্ষিত আসনের মাধ্যমে এখন আর কোটা চাই না। নারীদের জন্য সংরক্ষিত আসন মানি না। নারীরা সরাসরি নির্বাচন করবে। ফয়জুল করীম আরও বলেন, অন্তর্বর্তী সরকার কিছু সংস্কার করছে। তার মধ্যে রাষ্ট্র সংস্কার আছে। অনেকে সংস্কার চায় না, নির্বাচন চায়। আগে সংস্কার হবে পরে হবে নির্বাচন। বিচার বিভাগের স্বাধীনতা চাই। বিচার বিভাগ স্বাধীন না হলে ভালো ও কল্যাণমুখী রাষ্ট্র হতে পারে না।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ