সুনামগঞ্জ , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ , ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশিষ্ট সমাজসেবক নূরুল হক মহাজন স্মরণে সভা ধর্মপাশায় প্রথম কিস্তির টাকা না পাওয়ায় বিপাকে পিআইসিরা উত্তর শ্রীপুর ইউনিয়নে কৃষক সমাবেশ সুনামগঞ্জ সীমান্তে এক বছরে ১০ মৃত্যু আটক দেশি-বিদেশি ৪৪ নাগরিক বিজিবি’র অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহারে সতর্কতা জারি দ্রুত গতিতে চলছে উড়াল সড়ক প্রকল্পের ৯ প্যাকেজের কাজ রাজনৈতিক দলের ঐকমত্য ছাড়া সংস্কার প্রতিবেদন গ্রহণযোগ্য হবে না : ফখরুল আ.লীগকে নিষিদ্ধের পরিকল্পনা সরকারের নেই: প্রেস সচিব এক বছরে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা, ৪৬ শতাংশই স্কুল-পড়ুয়া জেলা পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন যা সংস্কার করা দরকার, তা রাজনৈতিক সরকারই করবে : আসাদুজ্জামান রিপন হাওরে কমছে দেশি ধান চাষ আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা সে সিদ্ধান্ত জনগণের : মির্জা ফখরুল আগাছা রয়ে গেছে, আবারও যুদ্ধের প্রস্তুত নিন : জামায়াত আমির সরস্বতীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের জমি প্রভাবশালীর দখলে জেলা পর্যায়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় দুই নাগরিক আটক নির্বাচন করতে এত সংস্কার দরকার নেই : জয়নুল আবদিন ফারুক ঘোষণাপত্র নিয়ে ‘তড়িঘড়ি’ করার বিপক্ষে রাজনৈতিক দলগুলো
পতিত জমিতে চাষাবাদে সাফল্য

সবাইকে চমকে দিয়েছেন উদ্যোক্তা মোস্তফা বাবুল

  • আপলোড সময় : ১৭-০১-২০২৫ ১২:০২:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৫ ১২:০২:১৭ অপরাহ্ন
সবাইকে চমকে দিয়েছেন উদ্যোক্তা মোস্তফা বাবুল
মোহাম্মদ নূর :: যেদিকে চোখ যায় বিস্তীর্ণ মাঠে হলুদের সমারোহ। যেন দিগন্ত ছুঁয়েছে সরিষা ফুলের আভা। সেই আভা তৈরি করেছেন সুনামগঞ্জের সফল উদ্যোক্তা মোস্তফা বাবুল। সখের বসে সরিষা, আলু, ধনিয়াসহ অন্যান্য রবি শষ্য চাষ করে এখন সফলতার দ্বারপ্রান্তে তিনি। বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরে পতিত জমিতে রবি শষ্য আবাদ করে সবাইকে অবাক করে দিয়েছেন উদ্যোক্তা মোস্তফা বাবুল। এতে করে স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হয়েছে। তার ক্ষেতে অন্তত ১৫ জন শ্রমিক কাজ করছেন। উপজেলার ধরেরপাড় গ্রাম পার্শ্ববর্তী খরচার হাওরে ৭ দশমিক ২৮ একর জমিজুড়ে নিজ উদ্যোগে রোপণ করেন সরিষা, আলু, ধনিয়া, কাঁচা মরিচসহ বিভিন্ন শষ্য। ব্যয় হয়েছে ৫ লক্ষাধিক টাকা। একাধিক শুভাকাক্সক্ষী কৃষি কর্মকর্তার পরামর্শে এবার বা¤পার ফলনের স্বপ্ন বাস্তবায়ন হওয়ার পথে। আগামী সপ্তাহের মধ্যে সরিষা কাটার ধুম পড়বে। সরেজমিনে গিয়ে এমনটাই দেখা গেছে। এদিকে, একজন সফল উদ্যোক্তার রবি শষ্য ফলনের দৃশ্য দেখতে বৃহ¯পতিবার (১৬ জানুয়ারি) বেলা ৩টায় পরিদর্শন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম। এসময় উপস্থিত ছিলেন সফল উদ্যোক্তা মোস্তফা বাবুল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান সহকারী মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, দোযারাবাজার উপজেলা কৃষি বিভাগের এটিএম শফিকুল ইসলাম, সাংবাদিক রাজু আহমেদ রমজান প্রমুখ। পরিদর্শন শেষে এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ। এ প্রসঙ্গে উদ্যোক্তা মোস্তফা বাবুল বলেন, মুনাফা অর্জনের লক্ষ্যে নয়, মূলত মানুষকে উৎসাহিত করতে আমার এ প্রচেষ্টা। অনাবাদি কৃষি জমিতে অল্প শ্রমের বিনিময়েও যে বেকারত্ব ঘুচিয়ে সৎ উপার্জন করা সম্ভব এটা বুঝাতেই চেষ্টামাত্র। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম বলেন, কৃষকের পাশে সরকার। সরকারি প্রণোদনায় কৃষকদের সহায়তায় সরকার বদ্ধপরিকর। মোস্তফা বাবুল যেভাবে স্ব-উদ্যোগে রবি আবাদ করে সফল উদ্যোক্তা হয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
বিশিষ্ট সমাজসেবক নূরুল হক মহাজন স্মরণে সভা

বিশিষ্ট সমাজসেবক নূরুল হক মহাজন স্মরণে সভা