সুনামগঞ্জ , বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ , ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাঙ্গুয়ার ‘দম যায় যায়’ অবস্থা দলগুলোর মতানৈক্য : মাঠে গড়াচ্ছে রাজনীতি পূর্ব ও পশ্চিম নতুনপাড়ার জলাবদ্ধতা নিরসনের দাবি শিশুশ্রম মুক্ত আদর্শ সুনামগঞ্জ পৌরসভা ঘোষণা বিষয়ে সভা দেখার হাওরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নয় পথে যেতে যেতে : পথচারী হাসপাতাল ছেড়ে বাসায় গেলেন নুর ‘ফুল স্পিডে’ চলছে সংসদ নির্বাচনের কেনাকাটা ভূমিকম্পে তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ১০ স্থানে ফাটল সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত নেতৃবৃন্দের কাছে দায়িত্ব হস্থান্তর ফেব্রুয়ারিতে মহোৎসবের নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা এক ইউপি সদস্য ১৩ প্রকল্পের সভাপতি! জমে উঠেছে দিরাই বাজার মহাজন সমিতির নির্বাচন দুর্ঘটনায় জেলা প্রশাসনের দুই কর্মীর মৃত্যু, চালকের শাস্তির দাবিতে মানববন্ধন তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন : লুৎফুজ্জামান বাবর দুর্গম হাওরের ২২ হাজার শিশুকে সাঁতার শিখাচ্ছে সরকার পরবর্তীতে আমরা প্রত্যেকেই টার্গেট হব : নাহিদ ইসলাম দায়িত্ব নিয়েই নেপালে নির্বাচনের তারিখ ঘোষণা করলেন সুশীলা কার্কি আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস পালিত কণ্ঠশিল্পী ফরিদা পারভীন আর নেই
পতিত জমিতে চাষাবাদে সাফল্য

সবাইকে চমকে দিয়েছেন উদ্যোক্তা মোস্তফা বাবুল

  • আপলোড সময় : ১৭-০১-২০২৫ ১২:০২:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৫ ১২:০২:১৭ অপরাহ্ন
সবাইকে চমকে দিয়েছেন উদ্যোক্তা মোস্তফা বাবুল
মোহাম্মদ নূর :: যেদিকে চোখ যায় বিস্তীর্ণ মাঠে হলুদের সমারোহ। যেন দিগন্ত ছুঁয়েছে সরিষা ফুলের আভা। সেই আভা তৈরি করেছেন সুনামগঞ্জের সফল উদ্যোক্তা মোস্তফা বাবুল। সখের বসে সরিষা, আলু, ধনিয়াসহ অন্যান্য রবি শষ্য চাষ করে এখন সফলতার দ্বারপ্রান্তে তিনি। বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরে পতিত জমিতে রবি শষ্য আবাদ করে সবাইকে অবাক করে দিয়েছেন উদ্যোক্তা মোস্তফা বাবুল। এতে করে স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হয়েছে। তার ক্ষেতে অন্তত ১৫ জন শ্রমিক কাজ করছেন। উপজেলার ধরেরপাড় গ্রাম পার্শ্ববর্তী খরচার হাওরে ৭ দশমিক ২৮ একর জমিজুড়ে নিজ উদ্যোগে রোপণ করেন সরিষা, আলু, ধনিয়া, কাঁচা মরিচসহ বিভিন্ন শষ্য। ব্যয় হয়েছে ৫ লক্ষাধিক টাকা। একাধিক শুভাকাক্সক্ষী কৃষি কর্মকর্তার পরামর্শে এবার বা¤পার ফলনের স্বপ্ন বাস্তবায়ন হওয়ার পথে। আগামী সপ্তাহের মধ্যে সরিষা কাটার ধুম পড়বে। সরেজমিনে গিয়ে এমনটাই দেখা গেছে। এদিকে, একজন সফল উদ্যোক্তার রবি শষ্য ফলনের দৃশ্য দেখতে বৃহ¯পতিবার (১৬ জানুয়ারি) বেলা ৩টায় পরিদর্শন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম। এসময় উপস্থিত ছিলেন সফল উদ্যোক্তা মোস্তফা বাবুল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান সহকারী মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, দোযারাবাজার উপজেলা কৃষি বিভাগের এটিএম শফিকুল ইসলাম, সাংবাদিক রাজু আহমেদ রমজান প্রমুখ। পরিদর্শন শেষে এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ। এ প্রসঙ্গে উদ্যোক্তা মোস্তফা বাবুল বলেন, মুনাফা অর্জনের লক্ষ্যে নয়, মূলত মানুষকে উৎসাহিত করতে আমার এ প্রচেষ্টা। অনাবাদি কৃষি জমিতে অল্প শ্রমের বিনিময়েও যে বেকারত্ব ঘুচিয়ে সৎ উপার্জন করা সম্ভব এটা বুঝাতেই চেষ্টামাত্র। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম বলেন, কৃষকের পাশে সরকার। সরকারি প্রণোদনায় কৃষকদের সহায়তায় সরকার বদ্ধপরিকর। মোস্তফা বাবুল যেভাবে স্ব-উদ্যোগে রবি আবাদ করে সফল উদ্যোক্তা হয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স