ছাতকে দুই মাদক কারবারি গ্রেফতার
- আপলোড সময় : ১৭-০১-২০২৫ ০৮:২৯:০১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৭-০১-২০২৫ ০৮:২৯:০১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
ছাতক থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৬০ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল সিলেট জেলার বিশ্বনাথ থানার দৌলতপুর পশ্চিমপাড়ার শাকিল আহমেদ (২০) এবং একই থানার দুর্জাকাপন (আব্রাবাজার) এলাকার কাউসার আহমদ (২৭)। বুধবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ছাতক থানাধীন রামপুর গ্রামস্থ সুনামগঞ্জ-সিলেটগামী মহাসড়কে এই অভিযান পরিচালিত হয়। অভিযানটি নেতৃত্ব দেন ছাতক থানার এসআই মো. আখতারুজ্জামান এবং তার সঙ্গে ছিলেন এসআই বিন আমিন ও অন্যান্য পুলিশ সদস্যরা।
পুলিশ জানায়, অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে ওপব ৬০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকসাও জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছাতক থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ