স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মতবিনিময় সভা
- আপলোড সময় : ১৭-০১-২০২৫ ০৮:২৭:২১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৭-০১-২০২৫ ০৮:২৭:২১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ এই স্লোগান নিয়ে সুনামগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১১ টায় সুনামগঞ্জ সদর হাসপাতালের মিনি কনফারেন্স হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস-এর সুনামগঞ্জ জেলা সংবাদদাতা মোহাম্মদ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাহবুবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম, অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. রফিকুল ইসলাম।
জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের তাজিন হকের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. বিষ্ণুপদ চন্দ, সহকারী আধ্যপক ডা. আবুল কালাম, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহ-সভাপতি এমদাদুল হক শাহজাহান, যুব বিষয়ক স¤পাদক সেরুজ্জামান, সুনামগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমন দ্দোজা আহমদ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ স¤পাদক ও ইরার নির্বাহী পরিচালক ডা. সাইকি ইসলাম।
সভায় হাসপাতালের চিকিৎসক, রোগী ও রোগীর স্বজন এবং সেবিকাগণসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ