ইসলামী ছাত্র আন্দোলনের জেলা কমিটি গঠন
- আপলোড সময় : ১৭-০১-২০২৫ ০৮:২২:৪৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৭-০১-২০২৫ ১১:১৬:৫৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: ইসলামী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার বেলা ২টায় সুনামগঞ্জ প্রেসক্লাবে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মাদ কামরুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ স¤পাদক শেখ রায়হান বিন মুজাহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় অর্থ ও কল্যাণ স¤পাদক এস.এম কামরুল ইসলাম। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশী, ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সভাপতি তানভীর আহমদ তাসলীম, দ্বীনি সংগঠন সুনামগঞ্জ জেলার ছদর আব্দুল গফুর, ইসলামী আন্দোলন জেলা শাখার সাংগঠনিক স¤পাদক হাফিজ মাওলানা মাসুম আহমদ, সহ সাংগঠনিক স¤পাদক সাইফুল ইসলাম, উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সুনামগঞ্জ জেলার সাংগঠনিক স¤পাদক হাফিজ হোসাইন আহমদ। পরে ইসলামী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার ২০২৫ সেশনের জেলা কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি মোহাম্মাদ কামরুল হাসান, সহ সভাপতি ফজলে রাব্বী মারুফ, সাধারণ স¤পাদক শেখ রায়হান বিন মুজাহিদ নির্বাচিত হয়েছেন। পরে ১৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সংশ্লিষ্টরা জানান। সম্মেলনে ইসলামী সংগীত পরিবেশন করেন আনসার আলী এবং কোরআন থেকে তিলাওয়াত করেন মোহাম্মাদ ইমরান হুসাইন। সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ