কারামুক্ত ডেসটিনির রফিকুল আমীন
- আপলোড সময় : ১৬-০১-২০২৫ ০৮:৩৭:৫৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৬-০১-২০২৫ ০৮:৩৭:৫৯ পূর্বাহ্ন

সুনামকণ্ঠ ডেস্ক ::
কারামুক্ত হলেন ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন। বুধবার (১৫ জানুয়ারি) কেন্দ্রীয় কারাগার থেকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি বের হন। কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স- ঢাকা বিভাগ) মো. জাহাঙ্গীর কবির বলেন, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি কারাগার থেকে বেরিয়ে যান।
এর আগে বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলমের রায়ে ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের গাছ বিক্রির টাকা আত্মসাতের মামলায় ডেসিটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনসহ ১৯ জনকে ১২ বছর করে কারাদন্ড দেন আদালত। তবে রফিকুল আমীন গত ১২ বছর ধরে কারাগারে আছেন। রায়ে আদালত বলেছেন, কারাগারে থাকার বয়স সাজা থেকে বাদ যাবে। সেক্ষেত্রে এমডি রফিকুল আমীনের সাজা খাটা হয়ে গেছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ