জামালগঞ্জ ফায়ার স্টেশনের সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত
- আপলোড সময় : ১৬-০১-২০২৫ ০৮:২০:৫৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৬-০১-২০২৫ ০৮:২০:৫৪ পূর্বাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি ::
জামালগঞ্জ উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে জামালগঞ্জ ফায়ার স্টেশনের উদ্যোগে সচেতনতামূলক মহড়া প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আসর মুসল্লীদের নিয়ে আগুনের দুর্ঘটনামূলক পরিস্থিতিতে কি পদক্ষেপ নিলে আগুন নিয়ন্ত্রণ করা যায় এ বিষয়ে কার্যকরী কৌশল প্রদর্শন করা হয়।
সচেতনতামূলক মহড়ায় বক্তব্য রাখেন ফায়ার স্টেশনের ইনচার্জ বিজয় সিংহ। তিনি স্টেশনের আরও সদস্যদের নিয়ে আগুন জ্বালিয়ে তাৎক্ষণিক বস্তা পানি দিয়ে ভিজিয়ে ঝাপ দিয়ে আগুন নিভানোর কৌশল উপস্থিত মুসল্লিদের সামনে প্রদর্শন করেন। ভবিষ্যতে আগুনের ধংসাত্মক দুর্ঘটনা থেকে বাঁচতে বাসা-বাড়ির ও দোকানের বৈদ্যুতিক লাইন নির্দিষ্ট সময় পার হলে টেকনিশিয়ান দিয়ে দেখানোর আহ্বান জানান ফায়ার স্টেশনের ইনচার্জ বিজয় সিংহ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ