প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
সুস্থ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই : জেলা প্রশাসক
- আপলোড সময় : ১৬-০১-২০২৫ ০৮:০৮:৫৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৬-০১-২০২৫ ০৮:০৮:৫৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) ও প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা)-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকাল দশটায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিরোদা রানী রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। তিনি তার বক্তব্যে বলেন, শিশুর শারীরিক-মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ সাধনসহ সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি করার একমাত্র মাধ্যম হচ্ছে খেলাধুলা করা। সুস্থ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলার ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম। এ সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাহবুব জামান, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.ন.ম. শফিকুর রহমান, উপজেলা শিক্ষা অফিসারগণ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। ফুটবল টুর্নামেন্টে জেলার বিভিন্ন উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ