ফসলরক্ষা বাঁধের কাজ
শাল্লায় টাকার বিনিময়ে পিআইসি!
- আপলোড সময় : ১৪-০১-২০২৫ ০৮:২৭:৩৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৪-০১-২০২৫ ০৮:৩০:১৫ পূর্বাহ্ন
জয়ন্ত সেন :: শাল্লায় হাওরের ফসলরক্ষা বাঁধ সংস্কার কাজে লাখ লাখ টাকা দিয়ে পিআইসি পাওয়ার কথা অকপটে স্বীকার করেছেন খোদ পিআইসি কমিটির লোকজনই। এমনই বেশকিছু কলরেকর্ড ও অডিও এসেছে এ প্রতিবেদকের হাতে। একটি কলরেকর্ডে ছায়ার হাওর উপ-প্রকল্পের আওতায় ৪৯নং পিআইসির সভাপতি সেবক তালুকদারকে বলতে শোনা যায় তিনি ১ লাখ ২০ হাজার টাকা দিয়েছেন হৃদয় সরকারের হাতে। হৃদয় মাধ্যম হিসেবে কাজ করেছেন। তবে এক সপ্তাহ ধরে মোবাইল ফোনে যোগাযোগ করলেও ফোন রিসিভ করেননি সেবক তালুকদার। জানা যায়, হৃদয় সরকার নেত্রকোণা জেলার খালিয়াজুড়ি উপজেলার স্বেচ্ছাসেবকলীগ নেতা। অন্যদিকে ওই প্রকল্পের সদস্য করা হয়েছে শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিকেও। এবিষয়ে পিআইসির সদস্য দপ্তরি রিপন সরকার বলেন, আমি ৪৯নং পিআইসির সদস্য। স্কুলে কাজ করবেন নাকি বাঁধে কাজ করবেন এমন প্রশ্ন করতেই ফোনকল কেটে দেন দপ্তরি রিপন। ৪৯নং পিআইসির ১৫৭১ মিটার বাঁধ মেরামতে বরাদ্দের পরিমাণ ২৯ লাখ ৯৮হাজার টাকা। এ বিষয়ে শ্যামপুর গ্রামের বাসিন্দা ও খালিয়াজুড়ি উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হৃদয় সরকার বলেন, আমার গ্রামে আরও দু’জন হৃদয় আছে। কোন হৃদয় আগে খোঁজ নিয়ে দেখুন। এনিয়ে খোঁজ করলে শ্যামপুর গ্রামের আরেক হৃদয় মুঠোফোনে বলেন আমি সিলেট থাকি, কম-কাজ কইরা খাই। পিআইসি কিতা আমি বুঝিও না। আরেকজন হৃদয় শিক্ষার্থী। তিনিও এসবে জড়িত নন। কিন্তু যে হৃদয় সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি প্রতি বছরই আড়ালে থেকে পিআইসি নেন বলে জানিয়েছেন শ্যামপুর গ্রামের বাসিন্দারাই। এরপূর্বেও ২০২০-২০২১ অর্থ বছরে তিনি তিনটি পিআইসি ৩লাখ টাকা দিয়ে নিয়েছিলেন। সেসময় ১২৮নং একটি প্রকল্পের সদস্য সচিব অশেষ সরকার এসব তথ্য জানিয়েছিলেন। অপরদিকে শাল্লা উপজেলার ভান্ডাবিল হাওর উপ প্রকল্পের ৭৭ ও ৭৮ নং পিআইসিও নিয়েছেন টাকার বিনিময়ে। এবিষয়ে ৭৮নং পিআইসির সভাপতি সুজিত চন্দ্র দাস বলেন দু’টি পিআইসি পেতে ৩লাখ টাকা দিয়েছেন। তবে কাকে টাকা দিয়েছেন তা পরে জানাবেন বলে এ প্রতিবেদকে জানান তিনি। এসময় ৭৭নং পিআইসির সভাপতি কালীপদ দাসও উপস্থিত ছিলেন। তিনিও টাকা দেয়ার কথাটি স্বীকার করেন। ৭৮নং প্রকল্পে ৭৭নং প্রকল্পের সভাপতি কালীপদ দাসের আপন ভাই সমীরণ দাসকেও সদস্য সচিব করা হয়েছে। ৭৮নং প্রকল্পের বরাদ্দ ২৭লাখ ৩৩হাজার টাকা আর ৭৭নং পিআইসির ১১৫২ মি. বরাদ্দ ২১লাখ ২৯ হাজার টাকা। এসব প্রতিটি পিআইসির বিরুদ্ধে অভিযোগও করা হয়েছে ইউএনও বরাবর। নাম প্রকাশে অনিচ্ছুক বরাম হাওরের একটি প্রকল্পের সদস্য সচিব বলেন, আমার সভাপতিও টাকা দিয়েছে। সেই টাকা নিয়ে ভাগবাটোয়ারা করতে গিয়ে তৃণমূল নেতাকর্মী ও দালালদের মধ্যে ঝামেলাও হয়েছে। পরে এই ঝামেলা নীরবেই মিটে গেছে এক সাংবাদিকের মধ্যস্থতায়। সে ঘটনায় ওই সাংবাদিকও ৫হাজার টাকা ভাগ পেয়েছে। এনিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার এক যুবদল নেতা বলেন, পিআইসি নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে। নেতাদের আত্মীয়-স্বজনের নামে পিআইসি দিয়েছেন তারা। বিশাল বাণিজ্যও হয়েছে। ফলে বিএনপির ত্যাগী নেতা-কর্মীরা বঞ্চিত হয়েছে। বিষয়টি নিয়ে বিএনপির এক নেতা বলেন আমাদের আত্মীয় স্বজন পিআইসিতে আছেন তা প্রমাণ দিতে হবে। অনেকেই অনেক অভিযোগ করছেন। আমরা উপজেলা কমিটির শোভা মাত্র। পিআইসি অনুমোদন দেন ইউএনও এবং এসও। ৫ আগস্টের পরে সবই এখন বিএনপি হতে চায়। এবিষয়ে আমরা সচেতন রয়েছি। তারেক রহমানের নির্দেশে কাজ করছেন বলে জানান এই নেতা। তবে পিআইসির দুর্নীতি নিয়ে অতীতের প্রতিবাদী ও বস্তুনিষ্ঠ লেখনীর এপ্রতিবেদকের প্রশংসাও করেন এই বিএনপি নেতা। এ বিষয়ে শাল্লা উপজেলার দায়িত্বে থাকা পাউবোর এসও রিপন আলী বলেন, সরকারি স্কুলের দপ্তরি কমিটিতে থাকতে পারেন কিনা বিষয়টি আমার জানা নেই। নীতিমালা দেখে বলতে পারবেন বলে জানান তিনি। এ ব্যাপারে উপজেলা কাবিটা স্কীম বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি সভাপতি ইউএনও এস. এম. তারেক সুলতান বলেন, আমাদেরকে রেকর্ড, তথ্য প্রমাণ দিন। আমরা তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেব। এ নিয়ে সুনামগঞ্জ পওর বিভাগ-২এর প্রকৌশলী মো. ইমদাদুল হক বলেন, ভুক্তভোগী কেউ এনিয়ে লিখিত অভিযোগ করলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে। সরকারি স্কুলের দপ্তরি পিআইসি কমিটিতে থাকতে পারেন কিনা তা আমার জানা নেই। নীতিমালা দেখে বলতে পারবেন বলে তিনিও জানান। তবে হাওর বাঁচাও আন্দোলন উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাস বলেন, কৃষক ব্যতীত কোন সরকারি প্রতিষ্ঠানে চাকরিরত এমন ব্যক্তি পিআইসির মূল কমিটিতে থাকার সুযোগ নেই। কারণ হাওরে প্রত্যেক চাকরিজীবীদেরই জমি আছে। তাদের সুযোগ দিলে প্রকৃত কৃষকরা বঞ্চিত হবেন আর অতীতে তো এমনটা হয়নি। উল্লেখ্য, ২০২৪-২০২৫ অর্থ বছরে ৮৪ কিলোমিটার বাঁধ মেরামতে ১১৫টি পিআইসি’র বিপরীতে বরাদ্দ দেয়া হয় প্রায় ২৫ কোটি টাকা। শুরু থেকেই পিআইসি গঠন নিয়ে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। উপজেলা সদরে বেশ কয়েকবার পিআইসি বণ্টনে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলও হয়েছে। এঘটনায় জেলা প্রশাসক ক’দিনের জন্য পিআইসি কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু পূর্বের কিছু দালালচক্র এখনো পিআইসি নিয়ে বাণিজ্য করে যাচ্ছে বলে অনেকেই অভিযোগ করেছেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ