সুনামগঞ্জ , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা দায়ের সেতু নির্মাণের এক যুগেও হয়নি সংযোগ সড়ক জামালগঞ্জে কাবিটা মনিটরিং কমিটির বাঁধ নির্মাণ প্রকল্প পরিদর্শন তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় পৌর ডিগ্রি কলেজ আজ স্বমহিমায় উদ্ভাসিত বালুভর্তি ১২টি নৌকা ও ড্রেজার মেশিন আটক তিনি ছিলেন সহজ-সরল মানুষ ১০৩তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি আব্দুস সামাদ আজাদ : মাটি থেকে মহিরুহ দ্রুত নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলন : অলি আহমদ সার্বিক সম্পর্ক স্বাভাবিক হবে বাংলাদেশে নির্বাচিত সরকার এলে : ভারতের সেনাপ্রধান অর্থ ছাড়ে গড়িমসি: এক মাসেও শুরু হয়নি অনেক বাঁধের কাজ সুনামকণ্ঠে সংবাদ প্রকাশের পর বালু সরিয়ে মাটি দিয়ে তৈরি হচ্ছে ফসলরক্ষা বাঁধ ৭২’র সংবিধান বাতিল করা যাবে না, ৩৬ বীর মুক্তিযোদ্ধার প্রতিবাদ জামালগঞ্জে তরুণকে গলা কেটে ও কুপিয়ে হত্যা সকলের সহযোগিতায় আমরা দেশের উন্নয়ন করবো : জেলা প্রশাসক ইতিহাসের সেরা নির্বাচনের পরিকল্পনা করছি : প্রধান উপদেষ্টা কী পরিবর্তন, কিসের নতুন বাংলাদেশ হলো? সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস ভোটের দাবিতে শিগগির মাঠে নামছে বিএনপি বদলে যাওয়া পার্কে দর্শনার্থীর ভিড়, পার্কটিকে জেলার একমাত্র বৃহৎ পার্কে রূপান্তরের পরিকল্পনা রয়েছে সবজির দরে ধস: ভোক্তারা স্বস্তিতে, চাষীরা হতাশায়

শান্তিগঞ্জে মনির হোসেন হত্যায় গ্রেফতার ৪

  • আপলোড সময় : ১৪-০১-২০২৫ ০৮:০৯:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০১-২০২৫ ০৮:০৯:৪২ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে মনির হোসেন হত্যায় গ্রেফতার ৪
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নে মনির হোসেন (৩০) নামের এক যুবককে হত্যার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ৪ জনসহ আরো দু’জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে নিহত মনির হোসেনের মা বকুল বেগম বাদী হয়ে শান্তিগঞ্জ থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার ভোরে শান্তিগঞ্জ থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক আব্দুর রহমানের নেতৃত্বে অফিসার ফোর্সদের অভিযানে উকারগাঁওয়ের ৪ অভিযুক্তকে আটক করা হয়। আটককৃতরা হল উকারগাঁও গ্রামের জামাল উদ্দিনের ছেলে রাজন আহমদ (২১) ও রাসেল মিয়া হৃদয় (২২), জাহির আলীর পুত্র মো. সহিবুর রহমান (৩২) ও ভিকটিম মনির হোসেনের স্ত্রী মোছা. জনিক আক্তার (৩০)। আটকৃতদেরকে আদালতে চালান দেয়া হয়েছে। নিহতের পারিবারিক সূত্রে জানাযায়, ভিকটিম মনির হোসেনের স্ত্রী অভিযুক্ত জনিক আক্তার তার স্বামীর একই গোষ্ঠীর জামাল উদ্দিনের ছেলে রাজন আহমদের সাথে পরকীয়ায় আসক্ত জড়িয়ে পড়েন। সম্প্রতি জনিক আক্তারের স্বামী মনির হোসেন দুবাই হতে দেশে চলে আসায় পরকীয়া ও প্রবাস থেকে পাঠানো টাকা নিয়ে তাদের মধ্যে কলহ শুরু হয়। এরই জেরে ঘটনার দিন শনিবার সন্ধ্যায় অভিযুক্ত রাজন আহমদ ও তার ভাই রাসেল মিয়া হৃদয় মনির হোসেনকে ডেকে নিয়ে যায়। গত রবিবার সকাল ৮টায় শিমুলবাক ইউনিয়নের উকারগাঁও গ্রাম সংলগ্ন বড়লেইট্টা বিলের পাশে বোরো জমি থেকে মনির হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মনির একই গ্রামের মৃত মকদছ আলীর ছেলে ও দুই সন্তানের জনক। নিহত মনির হোসেনের মা বকুল বেগম জানান, আমার বড় ছেলে মনির হোসেনকে আমাদের গ্রামের কাতার প্রবাসী জামাল উদ্দিনের ছেলে রাজন ও তার ছোট ভাই হৃদয় মিলে আমার ছেলেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তিনি বলেন, রাজনের সাথে আমার পুত্রবধূ (নিহত মনিরের স্ত্রী) জনিকের অবৈধ সম্পর্ক ছিল। এ নিয়ে অনেক বাধা-নিষেধ দেওয়া হয়েছে রাজন এবং জনিকে। একাধিকবার ঝগড়াও হয়েছে। তারা কোনো বাধা-নিষেধ মানেনি। আমার ছেলে মনির বিদেশ থেকে ফিরেছে দেড় থেকে দুই মাস হবে। আমার ধারণা, পরকীয়ার জেরেই মনিরকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে রাজন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স