সুনামকণ্ঠে সংবাদ প্রকাশের পর বালু সরিয়ে মাটি দিয়ে তৈরি হচ্ছে ফসলরক্ষা বাঁধ
- আপলোড সময় : ১৪-০১-২০২৫ ০৭:৫৬:৫২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৪-০১-২০২৫ ০৭:৫৬:৫২ পূর্বাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের খাসিয়ামারা নদীর বাম তীরে ১৪নং পিআইসি’র ফসলরক্ষা বাঁধ নির্মাণ কাজের অনিয়ম নিয়ে দৈনিক সুনামকণ্ঠে সংবাদ প্রকাশের পর টনক নড়েছে সংশ্লিষ্ট প্রশাসনের। অবশেষে বালু সরিয়ে একই স্থানে ফের মাটি দিয়ে ফসলরক্ষা বাঁধ নির্মাণ করা হচ্ছে। সোমবার সকালে দোয়ারাবাজার উপজেলা পাউবো কর্মকর্তা ও স্থানীয় উপকারভোগী কৃষকের উপস্থিতিতে বালু সরিয়ে ফের মাটি দিয়ে বাঁধ নির্মাণকাজ শুরু হয়।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-এর দোয়ারাবাজার উপজেলার এসও সাদ্দাম হোসেন জানান, বক্তারপুরের ১৪নং পিআইসিতে বালু দিয়ে বাঁধ নির্মাণের অভিযোগ পেয়ে সেখানে কাজ বন্ধ রাখা হয়েছিল। সোমবার স্থানীয় কৃষক, পাউবো ও পিআইসি সংশ্লিষ্টদের উপস্থিতিতে বালু সরিয়ে মাটি দিয়ে বাঁধ নির্মাণকাজ শুরু হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ