সুনামগঞ্জ , রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাফত মজলিসের জেলা কমিটি গঠন গণশিক্ষা উপদেষ্টার সাথে সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির সাক্ষাৎ বইমেলা আমাদের সংস্কৃতি আর জ্ঞানের প্রতীক- জেলা প্রশাসক ২০১৮ সালে নির্বাচনের দায়িত্বে থাকা ৩৩ ডিসিকে ওএসডি বিএনপির বর্ধিত সভা এবার সংসদ ভবন প্রাঙ্গণে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের পরিকল্পনা সভা আল-আকসা কিন্ডারগার্টেন উদ্বোধন সাবেক কাউন্সিলর আবুল হাসনাত কাওসার গ্রেফতার শিক্ষকের মারধরে ছাত্র আহত অ্যাড. নূরুল ইসলামের সমর্থনে প্রচার সভা ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প হাওরের ফসলরক্ষা বাঁধ এখনো অনেক কাজ বাকি এবারও হাওরের মাটি কাটা হচ্ছে কলমে! জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি অনুমোদন জগন্নাথপুরে ৩ দোকান থেকে নগদ অর্থসহ অর্ধকোটি টাকার মোবাইল চুরি মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভাতা বৃদ্ধির দাবিতে রাণীগঞ্জ মাদ্রাসায় মানববন্ধন অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাসপাতালে অত্যাধুনিক এক্স-রে মেশিন চালু : স্বল্প মূল্যে সেবা পাবেন রোগীরা ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে মাদ্রাসা সুপারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

সীমান্তে উসকানি থেকে বিরত থাকতে দিল্লিকে ঢাকার পরামর্শ

  • আপলোড সময় : ১৩-০১-২০২৫ ১২:১৯:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৫ ১২:১৯:৪১ পূর্বাহ্ন
সীমান্তে উসকানি থেকে বিরত থাকতে দিল্লিকে ঢাকার পরামর্শ
সুনামকণ্ঠ ডেস্ক :: সীমান্তে উত্তেজনা বাড়ানোর মতো উসকানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকার জন্য ভারতকে পরামর্শ দিয়েছে বাংলাদেশ। ঢাকায় দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মাকে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এ পরামর্শ দেওয়া হয়। ওইদিন সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। হাইকমিশনারকে মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাতের জন্য তলব করা হয়। তাঁদের মধ্যে প্রায় ৪৫ মিনিট কথা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সাম্প্রতিক কার্যকলাপ নিয়ে বাংলাদেশ সরকারের গভীর উদ্বেগের কথা হাইকমিশনারকে জানান পররাষ্ট্রসচিব। সীমান্তে উত্তেজনা বৃদ্ধি করতে পারে এমন কোনো উসকানিমূলক পদক্ষেপ থেকে ভারতের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে বিরত রাখার জন্যও দেশটির সরকারের প্রতি তিনি আহ্বান জানান। পররাষ্ট্রসচিব বলেন, এই ধরনের কার্যকলাপ, বিশেষ করে কাঁটাতারের বেড়া নির্মাণের অননুমোদিত প্রচেষ্টা, বিএসএফের সংশ্লিষ্ট অপারেশনাল পদক্ষেপ সীমান্তে উত্তেজনা ও ঝামেলা সৃষ্টি করেছে। যথাযথ অনুমোদন ছাড়াই কাঁটাতারের বেড়া নির্মাণ দুই প্রতিবেশী দেশের মধ্যে সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ স¤পর্কের চেতনাকে ক্ষুণœ করে। আসন্ন বিজিবি-বিএসএফ ডিজি পর্যায়ের আলোচনায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা সম্ভব হবে বলে জসীম উদ্দিন আশাপ্রকাশ করেন। সুনামগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিকের মৃত্যুর কথা তুলে ধরেন পররাষ্ট্র সচিব। সীমান্তে হত্যার পুনরাবৃত্তি নিয়ে গভীর উদ্বেগ এবং হতাশা প্রকাশ করেন তিনি। এমন ঘটনার পুনরাবৃত্তি বন্ধ, সকল সীমান্ত হত্যাকা-ের তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি। পররাষ্ট্রসচিব বলেন, ভারতীয় কর্তৃপক্ষ বারবার হত্যা বন্ধ করার এবং অ-প্রাণঘাতী কৌশল অনুসরণের দৃঢ় প্রতিশ্রুতি দেওয়ার পরও এই ধরনের হত্যাকা- অব্যাহত রয়েছে- এটি গুরুতর উদ্বেগের বিষয়। পররাষ্ট্রসচিব বলেন, এই সমস্যাগুলো গঠনমূলক সংলাপের মাধ্যমে, বিদ্যমান দ্বিপক্ষীয় চুক্তি অনুসারে এবং সীমান্তে শান্তি ও স্থায়িত্ব বজায় রাখার উপায়ে সমাধান করা উচিত। সাক্ষাতের পর মন্ত্রণালয় ত্যাগের সময় হাইকমিশনার ভার্মা সাংবাদিকদের বলেন, সীমান্ত অপরাধহীন রাখতে উভয়পক্ষ প্রতিশ্রুতিবদ্ধ, যাতে করে চোরাচালান ও অপরাধীদের চলাচল রোধ করা সম্ভব হয়। প্রণয় ভার্মা বলেন, নিরাপত্তার জন্য সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ক্ষেত্রে দুই দেশের মধ্যে সমঝোতা (স্মারক) আছে। সীমান্ত রক্ষা বাহিনীগুলো নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে চলেছে। আশা করি যে সমঝোতা হয়েছে, তা বাস্তবায়ন হবে। সীমান্ত অপরাধহীন রাখার জন্য দুই দেশ সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি পোষণ করবে, এমন আশাবাদ ব্যক্ত করেন হাইকমিশনার। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর দেওয়া তথ্য অনুযায়ী, দুই দেশের মধ্যে ৪ হাজার ১৫৬ কিলোমিটার স্থলসীমান্তের মধ্যে ভারত ৩ হাজার ২৭১ কিলোমিটার দীর্ঘ স্থানে কাঁটাতারের বেড়া দিয়েছে। ৮৭৫ কিলোমিটার বেড়া দেওয়া বাকি আছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গণশিক্ষা উপদেষ্টার সাথে সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির সাক্ষাৎ

গণশিক্ষা উপদেষ্টার সাথে সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির সাক্ষাৎ