সুনামগঞ্জ , বুধবার, ১৬ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল মাদকসহ গ্রেফতারের পর জামিনে এসে প্রতিবাদকারীর বিরুদ্ধে মামলা! ৭২-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে বিএনপি : নাহিদ ইসলাম ভারতীয় সহকারী হাইকমিশনারের শুল্ক স্টেশন পরিদর্শন পথে যেতে যেতে : পথচারী হাসন তোরণ থেকে আলফাত স্কয়ার শুরু হচ্ছে চার লেন সড়ক নির্মাণকাজ নতুন আঙ্গিকে ‘হোটেল নূরানী’র শুভ উদ্বোধন জনগণের সেবার দায়িত্ব আন্তরিকভাবে পালন করতে হবে : অতিরিক্ত বিভাগীয় কমিশনার সম্ভব-অসম্ভবে ভোটের প্রস্তুতি শাপলা প্রতীক কেউ পাবে না: বিবিসি বাংলাকে সিইসি সুনামগঞ্জে এনসিপি’র নেতৃত্বে সাজাউর রাজা সুমন এনসিপি’র কমিটিতে নাম আসা হারুনুর রশিদ বললেন- “তিনি বিএনপি’র রাজনীতিতে যুক্ত” পাসপোর্ট ইস্যু বেড়েছে চার গুণ শহর যানজটমুক্ত করতে ১৬ জুলাই থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ : জেলা প্রশাসক একটি মাত্র সেতুর অভাবে দুর্ভোগে কয়েক হাজার মানুষ পাঁচ গুণিজনকে সম্মাননা প্রদান ‘রাজসাক্ষী’ হিসেবে শর্তসাপেক্ষে চৌধুরী মামুনকে ক্ষমা করা যেতে পারে : ট্রাইব্যুনাল ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি, স্পষ্ট হচ্ছে অদৃশ্য শত্রু : তারেক রহমান চার উপজেলায় এসিল্যান্ড নেই, দুর্ভোগে সেবাপ্রত্যাশীরা শহরের খাল উদ্ধারে ফের শুরু হচ্ছে অভিযান

সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি’র হয়ে লড়তে চান এমএ কাহার

  • আপলোড সময় : ১৩-০১-২০২৫ ১২:০৬:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৫ ১২:০৬:০৭ পূর্বাহ্ন
সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি’র হয়ে লড়তে চান এমএ কাহার
মো. শাহজাহান মিয়া :: আগামী সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) এমপি পদে বিএনপি’র হয়ে লড়তে চান এমএ কাহার। দলীয় মনোনয়ন পেলে নিজের বিজয় নিশ্চিতের লক্ষ্যে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের ভোটার ও শুভাকাক্সিক্ষদের সাথে নিয়ে ঝাঁপিয়ে পড়বেন নির্বাচনী মাঠে। তিনি নির্বাচিত হলে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলাবাসীর উন্নয়নের কাক্সিক্ষত প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করবেন। একই সঙ্গে অত্র অঞ্চলের বঞ্চিত মানুষদের গ্যাস সুবিধা প্রদানে আন্তরিকভাবে কাজ করতে চান তিনি। তার কর্মী এবং সমর্থকরা জানান, জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুর গ্রামের কৃতী সন্তান ও যুক্তরাজ্যের সোন্ডন সাউথ ওয়েস্ট রিজন বিএনপির সভাপতি, সোন্ডন-বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক চেয়ার, বিশিষ্ট রাজনীতিবিদ এমএ কাহার জনগণের সেবায় নিয়োজিত রয়েছেন। জনকল্যাণের জন্যই তিনি রাজনীতি করেন। এমএ কাহার যুক্তরাজ্যের সোন্ডন শহরের সাবেক মেয়র ও বর্তমান কাউন্সিলর আবদুল আমিনের বড় ভাই। তারা আরও জানান, ১৯৭৮ সাল থেকে এমএ কাহার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে জড়িত। বিগত আওয়ামী লীগের আমলে তিনি অনেকবার হামলা-মামলার শিকার হয়েছেন। তবুও তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। তাই বিগত দিনে হামলা-মামলার শিকার হওয়া এই বিএনপি নেতা এমএ কাহার এর বিশ্বাস আগামী সংসদ নির্বাচনে দল তাঁকে মূল্যায়ন করবে। এমএ কাহার আশাবাদ ব্যক্ত করে বলেন, দল আমাকে মনোনীত করলে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের ভোটারদের সাথে নিয়ে নির্বাচনী মাঠে গণজোয়ার সৃষ্টির মাধ্যমে আমার বিজয় নিশ্চিত করবো। আমি যদি সুনামগঞ্জ ৩ আসনে এমপি নির্বাচিত হতে পারি তাহলে, জনপ্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করবো। এ অঞ্চলে সবার সমঅধিকার থাকবে। আর কাউকে হামলা ও মিথ্যা মামলার শিকার হয়ে হয়রানি হতে হবে না। শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা-ঘাটসহ কাক্সিক্ষত উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবো। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেষ জীবনটুকু মানুষের সেবা করে কাটাতে চাই। আমার আর কোন অর্থ সম্পদের প্রয়োজন নেই। আল্লাহপাক আমাকে যথেষ্ট সম্পদ দিয়েছেন। তিনি আরো বলেন, আমি অনেক বছর আগেই জগন্নাথপুরে গ্যাসের দাবিতে আন্দোলন করেছি। আমাদের কাছে থাকা নবীগঞ্জ কসবা গ্যাস ক্ষেত্র থেকে উত্তোলনকৃত গ্যাস দিয়ে সারাদেশ চলে। অথচ আমরা জগন্নাথপুর ও শান্তিগঞ্জবাসী বঞ্চিত। আমরা আজও লাইনের গ্যাস সুবিধা পাইনি। আমি যদি নির্বাচিত হতে পারি, সবার আগে এ অঞ্চলে গ্যাস সুবিধা প্রদান করতে চাই। এদিকে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের অনেক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন বলেন, আমাদের এমএ কাহার ভাই খুব ভালো মানুষ। যে কোন বিপদে তাকে পাশে পাওয়া যায়। তিনি অনেক গৃহহীন মানুষকে জায়গাসহ দালান বাড়ি নির্মাণ করে দিয়েছেন। তাঁর মতো একজন জনদরদি মানুষকে আমরা আগামী দিনে এমপি হিসেবে দেখতে চাই। তিনি এমপি হলে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলাবাসী শান্তি পাবেন। তাঁর মতো এমন জনপ্রিয় মানুষকে আগামী নির্বাচনে বিএনপির হাই কমান্ড সুনামগঞ্জ ৩ আসনে মনোনীত করবেন বলে আমরা আশাবাদী।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল

লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল