ফতেপুর ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ
- আপলোড সময় : ১২-০১-২০২৫ ১১:৪৫:১৩ অপরাহ্ন
- আপডেট সময় : ১২-০১-২০২৫ ১১:৪৫:১৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের নয়াবারুঙ্কা গ্রামের আমেরিকা প্রবাসী তরুলতা রায়-এর সৌজন্যে ১৫টি গ্রামের হতদরিদ্র্যদের মধ্যে শীতবস্ত্র ও ওষুধ বিতরণ করা হয়েছে। গত ১০ জানুয়ারি শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম, দিগেন্দ্র বর্মণ সরকারি কলেজের সহকারী অধ্যাপক আজরফ হোসেন শাহ, পূবালী ব্যাংকের ব্যবস্থাপক সুজিত কুমার মৈত্র, ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আব্দুল ওয়াহাব, অমর চক্রবর্তী, প্রসূন কান্তি দাশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপুল চন্দ্র মৈত্র। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুব্রত মৈত্র। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন দীপক রায়, চয়ন কান্তি রায়, ডা. নিলয় রায় ও ইঞ্জিনিয়ার তন্ময় রায়। ১৫টি গ্রামের ৩ শতাধিক হতদরিদ্র লোকদের মাঝে শীতবস্ত্র ও ওষুধ বিতরণ করা হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ