সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল মাদকসহ গ্রেফতারের পর জামিনে এসে প্রতিবাদকারীর বিরুদ্ধে মামলা! ৭২-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে বিএনপি : নাহিদ ইসলাম ভারতীয় সহকারী হাইকমিশনারের শুল্ক স্টেশন পরিদর্শন পথে যেতে যেতে : পথচারী হাসন তোরণ থেকে আলফাত স্কয়ার শুরু হচ্ছে চার লেন সড়ক নির্মাণকাজ নতুন আঙ্গিকে ‘হোটেল নূরানী’র শুভ উদ্বোধন জনগণের সেবার দায়িত্ব আন্তরিকভাবে পালন করতে হবে : অতিরিক্ত বিভাগীয় কমিশনার সম্ভব-অসম্ভবে ভোটের প্রস্তুতি শাপলা প্রতীক কেউ পাবে না: বিবিসি বাংলাকে সিইসি সুনামগঞ্জে এনসিপি’র নেতৃত্বে সাজাউর রাজা সুমন এনসিপি’র কমিটিতে নাম আসা হারুনুর রশিদ বললেন- “তিনি বিএনপি’র রাজনীতিতে যুক্ত” পাসপোর্ট ইস্যু বেড়েছে চার গুণ শহর যানজটমুক্ত করতে ১৬ জুলাই থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ : জেলা প্রশাসক একটি মাত্র সেতুর অভাবে দুর্ভোগে কয়েক হাজার মানুষ পাঁচ গুণিজনকে সম্মাননা প্রদান ‘রাজসাক্ষী’ হিসেবে শর্তসাপেক্ষে চৌধুরী মামুনকে ক্ষমা করা যেতে পারে : ট্রাইব্যুনাল ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি, স্পষ্ট হচ্ছে অদৃশ্য শত্রু : তারেক রহমান চার উপজেলায় এসিল্যান্ড নেই, দুর্ভোগে সেবাপ্রত্যাশীরা শহরের খাল উদ্ধারে ফের শুরু হচ্ছে অভিযান

সবজির দরে ধস: ভোক্তারা স্বস্তিতে, চাষীরা হতাশায়

  • আপলোড সময় : ১২-০১-২০২৫ ০৮:১১:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০১-২০২৫ ০৮:১১:৪৬ পূর্বাহ্ন
সবজির দরে ধস: ভোক্তারা স্বস্তিতে, চাষীরা হতাশায়
শহীদনূর আহমেদ :: সুনামগঞ্জ শহরের পুরাতন জেল রোড এলাকার সুরমা নদী তীরবর্তী বিস্তৃত এলাকাজুড়ে বসে সবজির অস্থায়ী বাজার। এটি জেলার সর্ববৃহৎ সবজির পাইকারি মোকাম। এখানে ভোর থেকে শুরু কর্মযজ্ঞ। জেলার বিভিন্ন স্থান থেকে উৎপাদিত সবজি নিয়ে এই পাইকারি বাজারে আসেন চাষীরা। মাত্র তিন থেকে ৪ ঘণ্টায় এই পাকারি হাটে কোটি টাকার সবজির বেচাকেনা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ব্যবসায়িরা জানিয়েছেন, গেল দুই সপ্তাহ ধরে শহরের এই সবজির মোকামে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ। বাজারে উঠতে শুরু করেছে স্থানীয় পর্যায়ে উৎপাদিত লাউ, শিম, টমেটো, ফুলকপি, বাধাকপি, বিভিন্ন প্রকারের শাক, ধনিয়া, করলা, মূলাসহ শীতকালীন বিভিন্ন প্রকারের সবজি। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় কমেছে সকল প্রকারের সবজির দাম। এতে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। তবে সবজির দরে ধস নেমেছে বলে জানিয়েছেন চাষীরা। ন্যায্যমূল্য না পেয়ে তারা হতাশা প্রকাশ করেছেন। জেলার শান্তিগঞ্জ উপজেলা বীরগাঁও গ্রামের সবজি ব্যবসায়ী আব্দুল হামিদ সপ্তাহের তিন দিন শহরের পাইকারি বাজার থেকে সবজি ক্রয় করেন। বাজারের বর্তমান পরিস্থিতিতে সন্তুষ্ট তিনি। অল্প পুঁজিতে বেশি সবজি ক্রয় করতে পেরে খুশি তিনি। সবজির বাজারের এমন অবস্থায় খুচরা পর্যায়ে ভোক্তাদের মধ্য স্বস্তি ফিরে এসেছে বলে জানান এই ক্ষুদ্র ব্যবসায়ী। বাজারে সবজি ক্রয় করতে আসা আব্দুস সালাম নামে এক ক্রেতা বলেন, আমি রোজ সকালে সবজির বাজার করতে আসি। বর্তমান সবজির বাজার অনেকটাই সহনশীলতার মধ্যে রয়েছে। সকল সবজির দাম কম। ১০০ টাকার মধ্যে কয়েক প্রকারের সবজি কেনা যায়। এদিকে সবজি উৎপাদন খরচের চেয়ে বাজার মূল্য কম থাকায় অসন্তোষ দেখাগেছে পাইকারি মোকামে সবজি নিয়ে আসা চাষীদের মধ্যে। ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন তারা। সদর উপজেলার সৈয়দপুর গ্রামের সবজি চাষী মিজানুর রহমান, বাজারের অবস্থা ভালোনা। ফুল কপি ৫ টাকা, ১০ টাকা পিসে বিক্রি করতে হচ্ছে। অথচ একটি ফুল কপিতে খরচ পড়েছে ১২-১৩ টাকা। বাজারে সবজি নিয়ে এসে ন্যায্য মূল্য পাচ্ছি না। মুসলিমপুর গ্রামের সবজি চাষী রহমত আলী বলেন, সবকিছুর দাম বাড়তি। বীজ, সার, শ্রমিকের মজুরি দিয়ে কিছুই থাকছে না। এভাবে চলতে থাকলে আমাদের পথে বসতে হবে। বাজারে ঘুরে দেখা যায়, শিম প্রকার ভেদে কেজি প্রতি ১২- ২৫ টাকা, টমেটো ৪০-৬০ টাকা, ফুলকপি প্রতি পিস ১০ টাকা, বাঁধাকপি ২০ টাকা, লাউ ১০ টাকা, বেগুন কেজি প্রতি ৩০ টাকা, আলু ৪০ টাকা, করলা ৪০ টাকা, গাজর ৪০ টাকা, শসা ৪০ টাকা, কাঁচা মরিচ কেজি প্রতি ৬০ টাকায় পাইকারি বিক্রি হচ্ছে। এই পরিস্থিতি বাজার সাধারণের ক্ষয়ক্ষয়মতার মধ্যে বলে জানান মোকামেরা আড়তদাররা। শফিকুল হক ট্রেডার্সের আড়তদার নাজমুল হক বলেন, কিছুদিন আগেও সবজির দাম ছিল লাগামহীন। গত দুই সপ্তাহ ধরে সবজির আমদানি বেড়েছে। তাই বাজার এখন ভোক্তাদের নাগালের মধ্যে। তবে কৃষকদের মধ্যে অসন্তোষ রয়েছে বলে জানান তিনি। সুনামগঞ্জের এই পাইকারি বাজার থেকে সবজি সংগ্রহ করেন দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়িরা। ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত চলে বেচাকেনা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল

লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল