খনি থেকে কয়লা আনতে গিয়ে শ্রমিক অসুস্থ, অতঃপর মৃত্যু
- আপলোড সময় : ১২-০১-২০২৫ ০১:০০:৫৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১২-০১-২০২৫ ০১:০০:৫৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
অবৈধভাবে ভারতের খনি থেকে কয়লা আনতে গিয়ে অসুস্থ হয়ে পড়া শ্রমিক লোকমান মিয়া (২২) মারা গেছেন। তিনি তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা বান্ধের হাটি গ্রামের মোহাম্মদ বকুল মিয়ার ছেলে। শনিবার (১১ জানুয়ারি) সকাল ১১টার দিকে লাকমা বান্ধের হাটি এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয়দের ধারণা কয়লা খনির বিষাক্ত গ্যাসে তার মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সীমান্তের চিহ্নিত চোরাকারবারি ও চোরাই কয়লা ক্রেতাদের প্ররোচনায় শনিবার ভোরে লাকমা সীমান্ত এলাকা দিয়ে ভারতের মেঘালয় পাহাড়ের কয়লা খনিতে যান শ্রমিক লোকমান মিয়াসহ আরও কয়েকজন। সেখানে কাজ করা অবস্থায় লোকমান মিয়া অসুস্থ হলে সাথে থাকা লিটন মিয়া ও অন্যান্য সহযোগীরা তাকে বাংলাদেশে নিয়ে আসেন। পরে লাকমা বাজারে এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে অসুস্থ হয়ে পড়া লোকমান মিয়াকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ আবুল কালাম জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজন আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।
সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানিয়েছেন, ভারতে যায়নি। সীমান্ত এলাকায় কাজ করা অবস্থায় লোকমান মিয়া শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দেয়। সাথে থাকা লোকজন তাকে নিজ বাড়িতে নিয়ে আসে। বাড়িতে অবস্থান করার পর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য মোটরসাইকেলযোগে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় পথিমধ্যে তিনি মৃত্যুবরণ করেন। তিনি আরও জানান, কয়লা শ্রমিক টেকেরঘাট কয়লার ডিপোতে কাজ করতেন। এ ব্যাপারে তাহিরপুর থানা পুলিশকে অবগত করা হয়েছে। আইনি কার্যক্রম শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ