শান্তিগঞ্জে শীতবস্ত্র উপহার পেলেন হতদরিদ্ররা
- আপলোড সময় : ১১-০১-২০২৫ ০৯:৩৪:৫৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১১-০১-২০২৫ ০৯:৩৪:৫৩ পূর্বাহ্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইতালি শাখার উদ্যোগে, শতাধিক হতদরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বিকাল ৪টায় উপজেলার শিমুলবাক ইউনিয়নের জিবদাড়া বাজারে উপহার বিতরণ অনুষ্ঠানে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে, সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার ব্যবস্থাপনা স¤পাদক নুর উদ্দিন রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জয়শ্রী দেব বাবলী।
বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মাহিদুল ইসলাম রাজীব, কেন্দ্রীয় কমিটির (ইতালি) যুগ্ম-আহ্বায়ক আতিকুর রহমান আতিক, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সিনিয়র সদস্য সুলতানা জান্নাত, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ স¤পাদক সোহেল তালুকদার, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার সদস্য লিটন মিয়া, পাবেল আহমেদ, রহিম উদ্দিন, আল জাবের, সাতগাঁও জিবদাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এনামুল হক, জিবদাড়া গ্রামের সমাজসেবী আজমত শাহ প্রমুখ। সভায় কোরআন তেলাওয়াত করেন হাদি মোহাম্মদ শাহরিয়ার।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ