নূরুল হক মহাজনের মৃত্যুতে ক্ষৌরকার সংঘের শোক
দৈনিক সুনামকণ্ঠ’র সম্পাদকমন্ডলীর সভাপতি, বাংলাদেশ ট্রাক লরি মালিক ফেডারেশনের যুগ্ম সাধারণ স¤পাদক মো. জিয়াউল হকের পিতা দানবীর নূরুল হক মহাজনের মৃত্যুতে সুনামগঞ্জ জেলা ক্ষৌরকার সংঘ গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে। এক শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবার ও পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সুনামগঞ্জ জেলা ক্ষৌরকার সংঘের সভাপতি অনন্ত চন্দ নিতাই, সহ-সভাপতি বিমল চন্দ কুটু, কৃষ্ণ চন্দ, স্বপন চন্দ্র শীল, সুধা চন্দ, শম্ভু শীল, দুলু বৈদ্য, নান্টু চন্দ, বিপ্লব চন্দ, সুমঙ্গল সরকার, সাধারণ স¤পাদক দ্বিজময় চন্দ, যুগ্ম সাধারণ স¤পাদক রশমণি চন্দ, রাজন চন্দ, প্রভাংশু চন্দ্র দাস, সাংগঠনিক স¤পাদক উৎফল চন্দ, অর্থ স¤পাদক টিটু কুমার বোস, সহ-অর্থ স¤পাদক নয়ন মণি চন্দ, প্রচার ও প্রকাশনা স¤পাদক নিতু শীল, দফতর স¤পাদক অনিক চন্দ্র শীল, ধর্ম বিষয়ক স¤পাদক মিন্টু চন্দ। স্বাস্থ্য বিষয়ক স¤পাদক কৃপেশ চন্দ্র চন্দ। উপজেলা সমন্বয়ক বিষয়ক স¤পাদক শংকর সরকার, শ্রম ও কর্মসংস্থান স¤পাদক নয়ন চন্দ্র শীল, শিক্ষা ও সাহিত্য বিষয়ক স¤পাদক শান্তনু দাস বিপ্লব, কার্যকরি সদস্য রতি শীল, সুসেন চন্দ, বিপ্লব দাস, সুভাষ বৈদ্য, সাগর বৈদ্য, রাজন বর্মণ, পৌর কমিটির সভাপতি লিটন চন্দ, সাধারণ স¤পাদক নয়ন চন্দ, যুগ্ম সাধারণ স¤পাদক সঞ্জয় চন্দ, সাংগঠনিক স¤পাদক অনিক চন্দ রাহুল, উপদেষ্টা উপেন্দ্র চন্দ, ঝুনু চন্দ, ক্ষীতিন্দ্র চন্দ, সুজিত চন্দ, কাজল সরকার, জগদীশ চন্দ, উমা কান্ত শীল। - সংবাদ বিজ্ঞপ্তি
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ