হত্যা রহস্য উদ্ঘাটন করে পুরস্কৃত হলেন এসআই আসলাম হোসেন
- আপলোড সময় : ০৯-০১-২০২৫ ০৮:৪৬:০০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৯-০১-২০২৫ ০৯:০৩:২৩ পূর্বাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি :: হত্যা রহস্য উদ্ঘাটন করে পুরস্কৃত হয়েছেন দোয়ারাবাজার থানার এসআই (নিরস্ত্র) মুহাম্মদ আসলাম হোসেন। দোয়ারাবাজার উপজেলার কুশিউরা গ্রামের ৭ বছর বয়সী শিশু ইব্রাহিম খলিলুল্লাহ হত্যার রহস্য উদ্ঘাটন করায় সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে তাকে এই বিশেষ পুরষ্কার ও সম্মাননা প্রদান করা হয়। সুনামগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানাযায়, বুধবার (৮ জানুয়ারি) সকাল ১০টায় জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইনের সঞ্চালনায় ও সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান, পিপিএম-এর সভাপতিত্বে কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) মো. নাসিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার (ধর্মপাশা সার্কেল) আলী ফরিদ আহমেদ, সকল থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ। সভায় ২০২৪ সালের ডিসেম্বর মাসের সাফল্যের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। দায়িত্বশীলতা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে গুরুত্বপূর্ণ অবদান রাখা কর্মকর্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার। পুরস্কারপ্রাপ্ত উল্লেখযোগ্য ক্যাটাগরিগুলোর মধ্যে ছিল শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, মামলার রহস্য উদ্ঘাটন, আগ্নেয়াস্ত্র উদ্ধার, সর্বোচ্চ মাদক উদ্ধার, ট্রাফিক প্রসিকিউশন দাখিল, সর্বোচ্চ পরোয়ানা তামিল ও বিশেষ সম্মাননা পুরস্কার।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ