বর্ণিল আয়োজনে জামালগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান
- আপলোড সময় : ০৯-০১-২০২৫ ০৮:৪২:৪৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৯-০১-২০২৫ ১২:৪৯:১৪ অপরাহ্ন
মো. বায়েজীদ বিন ওয়াহিদ:: জামালগঞ্জ প্রেসক্লাবের ২০২৫-২৬ মেয়াদের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার সকালে জামালগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। জামালগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপের সভাপতিত্বে ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রেসক্লাবের সদ্য বিদায়ী সভাপতি মো. হাবিবুর রহমান ও বিদায়ী সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমানসহ নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকারের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক সুনামকণ্ঠ সম্পাদক ও প্রকাশক এবং হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈনুদ্দিন আলমগীর, জামালগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আঃ রব, সাচনা বাজার ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো. নূরুল হক আফিন্দী, জেলা জামায়াতে ইসলামির শুরা সদস্য মাওলানা হাবিবুর রহমান ও উপজেলা ব্রাহ্মণ সমিতির সভাপতি বিদ্যুৎ জ্যোতি চক্রবর্তী। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির ফখরুল আলম চৌধুরী, জামালগঞ্জ সংবাদের স¤পাদক ও প্রকাশক অঞ্জন পুরকায়স্থ, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা আবু হাসনাত কয়েছ, ফেনারবাঁক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, ভীমখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্তারুজ্জামান তালুকদার, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, জামালগঞ্জ থানার উপ- পুলিশ পরিদর্শক মো. আলমগীর হোসেন, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, জামালগঞ্জ উপজেলা কন্ট্রাক্টার এসোসিয়েশনের সভাপতি মো. শহিদুল ইসলাম, জামালগঞ্জ কিন্ডারগার্টেন জুনিয়র স্কুলের প্রিন্সিপাল জরিনা আক্তার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমরেন্দ্র আচার্য শম্ভু, জেলা ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা এসোসিয়েশনের সভাপতি অজিত কুমার রায়, যুব জমিয়তের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মু. আলতাফুর রহমান, দেশ-প্রবাস সংগঠনের সভাপতি নূরুল হক। আরও উপস্থিত ছিলেন শুকদেবপুর দাখিল মাদ্রাসার সুপার মাহমুদুল হাসান, কালীপুর নেছারিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নূরুল ইসলাম, জেলা যুবদলের সহ-সভাপতি মো. অলিউর রহমান, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুজ্জামান উকিল, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আলী আক্কাস মুরাদ, দৈনিক সুনামগঞ্জের ডাক প্রতিনিধি মো. জহির বিন রুহুল, উপজেলা খেলাঘরের যুগ্ম স¤পাদক এম. আল-আমিন, উপজেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ কাজী, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আসাদ নূর সাদী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আদনান আল শুভ, কলেজ ছাত্রদল নেতা আবু সুফিয়ান। নবগঠিত কমিটিতে সভাপতি পদে তৌহিদ চৌধুরী প্রদীপ, সিনিয়র সহসভাপতি শেরে আলম শেরু, সহসভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ সাধারণ সম্পাদক মো. বায়েজীদ বিন ওয়াহিদ, দিল আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. শাহীন আলম, কোষাধ্যক্ষ মো. মহসিন কবির, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিশ্বজিত রায়, দপ্তর সম্পাদক মো. সাইফুল্লাহ, নির্বাহী সদস্য মো. হাবিবুর রহমান, মো. ওয়ালী উল্লাহ সরকার, অঞ্জন পুরকায়স্থ, আব্দুল আহাদ। সাধারণ সদস্য আব্দুস সামাদ আফিন্দীর নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মহসিন কবির ও গীতাপাঠ করেন বিদ্যুৎ জ্যোতি চক্রবর্তী।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ