সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ , ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু হবে কি-না সন্দেহ আছে : রিজভী ‘ধানের শীষ’ প্রত্যাশীরা মাঠে সরব ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক কারাগারে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার অবৈধভাবে বালু উত্তোলনে লিমপিড ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে মামলা ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’ সাত বছরেও শেষ হয়নি ১৩০ কোটি টাকার দুই সেতুর নির্মাণকাজ নির্বাচন চ্যালেঞ্জিং হবে, হঠাৎ আক্রমণ চলে আসতে পারে : প্রধান উপদেষ্টা নিম্নমানের ইট দিয়ে নির্মাণকাজ,ভবনের দেয়াল ভেঙে দিতে জেলা প্রশাসকের নির্দেশ মিথ্যা তথ্যে ‘জুলাইযোদ্ধা’, ১২৮ জনের গেজেট বাতিল বালু লুটের প্রতিবাদে এনসিপি’র মানববন্ধন মোহনপুর-কাঠইর সড়ক বেহাল চলাচলে ভোগান্তির শেষ নেই জেলায় প্রথম বারের মতো অনুষ্ঠিত হলো ‘মেধা যাচাই বৃত্তি পরীক্ষা’ জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল সরকার-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে শান্তিগঞ্জে ফলোআপ কর্মশালা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি সুরমার ঘাটে ঘাটে ময়লার ভাগাড় আজ ‘জেলা প্রশাসন মেধা যাচাই বৃত্তি পরীক্ষায় বসছে ৭৬ হাজার ৪৮৫ শিক্ষার্থী ধোপাজানে অবৈধভাবে ১৪ দিনে ২৪ কোটি টাকার সিলিকা বালু লুট জুলাই আন্দোলনের পর সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা নিয়েছেন আমলারা : হাসনাত আবদুল্লাহ

সাবেক মেয়র নাদের বখতসহ আ.লীগের পাঁচ নেতা রিমান্ডে

  • আপলোড সময় : ০৮-০১-২০২৫ ১২:৩৬:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৫ ০৩:২২:৫৬ পূর্বাহ্ন
সাবেক মেয়র নাদের বখতসহ আ.লীগের পাঁচ নেতা রিমান্ডে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাদের বখতসহ দলটির পাঁচ নেতার দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতে তাঁদের হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালতের বিচারক নির্জন কুমার মিত্র প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। নাদের বখত ছাড়া অন্যরা হলেন জেলা আওয়ামী লীগের সদস্য সাহারুল ইসলাম আফজাল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোয়েব আহমদ চৌধুরী, সাধারণ স¤পাদক জুবের আহমদ অপু, জেলা ছাত্রলীগের সদস্য জাহিদুল ইসলাম মসিবুর। সুনামগঞ্জ পৌর শহরে গত বছরের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি তাঁরা। মামলায় গত ২৯ ডিসেম্বর আদালতে হাজির হয়ে তাঁরা জামিন চাইলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওইদিন আসামিদের এজলাসকক্ষ থেকে বের করে কারাগারে নেওয়ার সময় আদালতের বারান্দায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়। আসামিদের কেউ কেউও স্লোগান দিয়েছিলেন। বিষয়টি সঙ্গে সঙ্গে আদালতের নজরে আনেন বিএনপির আইনজীবীরা। আদালতের বারান্দায় দলীয় স্লোগান দেওয়ায় আদালতের কার্যক্রম ও শৃঙ্খলা বিঘিœত হয়েছে বলে দাবি করেন আইনজীবীরা। সুনামগঞ্জ পৌর শহরে ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত জহুর আহমদের ভাই জেলার দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ বাদী হয়ে গত ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জের দুজন সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ স¤পাদকসহ ৯৯ জনকে আসামি করা হয়। মামলায় অজ্ঞাত আসামি আরও ১৫০ থেকে ২০০ জন। মামলায় প্রথম গত ১৯ সেপ্টেম্বর রাতে জেলার শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে এম এ মান্নানকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ঢাকা থেকে গ্রেপ্তার হন সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান ওরফে মানিক। বর্তমানে তাঁরা জামিনে আছেন। মামলার বাদীপক্ষের আইনজীবী আব্দুল হক বলেন, গত ৪ আগস্ট শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্য যে শান্তিপূর্ণ আন্দোলন চলছিল সেই আন্দোলনে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা ও পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। সে সময় প্রায় শতাধিকের উপরে শিক্ষার্থী আহত হয়। কেন এই হামলা মূলত তার কারণ জানতেই আদালত ৫ আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
অবৈধভাবে বালু উত্তোলনে লিমপিড ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে মামলা

অবৈধভাবে বালু উত্তোলনে লিমপিড ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে মামলা