সুনামগঞ্জ , বুধবার, ০২ জুলাই ২০২৫ , ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌর বিদ্যুৎ প্রকল্প কাজে আসেনি, শাল্লার পাঁচ গ্রাম অন্ধকারে ছাতকে বালুখেকোদের বিরুদ্ধে অভিযান : ৪টি অবৈধ ড্রেজার বিকল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, কনস্টেবল শ্রীঘরে টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন সাবেক ভাইস চেয়ারম্যান নুর হোসেন কারাগারে মরা চেলা নদীতে বালুখেকোদের তান্ডব, হুমকিতে রোপওয়ে আশ্রয়ণ প্রকল্প টাঙ্গুয়ার হাওর জলাভূমি বাস্তবায়ন প্রকল্পের সম্প্রদায়ভিত্তিক ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালা সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী অ্যাড. আব্দুল হকের প্রচারণা শুরু দেশ বদলাতে চাইলে নিজেকে বদলাতে হবে : বিভাগীয় কমিশনার এক মাসে জব্দ প্রায় ১৫ কোটি টাকার অবৈধ পণ্য জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন পথে যেতে যেতে : পথচারী সুনামগঞ্জ পৌরসভার ৬২ কোটি টাকার বাজেট ঘোষণা বজ্রপাতের ঝুঁকিতে সুনামগঞ্জ শীর্ষে বন্ধ করা হলো সেই গ্যাস পাইপ লাইনের লিকেজ আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখছে সুনামগঞ্জের ইমা হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সে গ্রাহক হয়রানি, বছরের পর বছর ঘুরেও মিলছে না বীমার টাকা পাকিস্তানে আত্মঘাতী হামলায় ১৬ সেনা নিহত টাঙ্গুয়ার হাওর রক্ষায় কাজ করবে সরকার: মহাপরিচালক শহরে সক্রিয় মাদক কারবারিরা

বিধবা নারীর ঘর নির্মাণে প্রভাবশালীদের বাঁধা

  • আপলোড সময় : ০৮-০১-২০২৫ ১২:২১:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৫ ১২:২১:৫৪ পূর্বাহ্ন
বিধবা নারীর ঘর নির্মাণে প্রভাবশালীদের বাঁধা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গ্রামের মধ্যপাড়ায় দরিদ্র রাবেয়া খাতুন গংদের রেকর্ডিয় জায়গায় নিজস্ব ঘর নির্মাণ বন্ধ করে রেখেছে একই বাড়ির প্রভাবশালী শাহেদ আলী গং। এ ব্যাপারে সম্প্রতি সদর থানায় অভিযোগ দাখিল করেছে ওই প্রভাবশালীরা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দরিদ্র পরিবারের ফরিদ মিয়া জানান, রতনশ্রী মৌজার জেএল নং-১৪, খতিয়ান নং-২০২, দাগ নং-১৬১০, ১৬৫২। এই দুই দাগে মোট ৬০ শতক জায়গা রয়েছে। পরিমাপ করে ১৬৫২ দাগে সাড়ে শতাংশ জায়গা কম পাওয়া যায়। এই জায়গা জোর দখলে নিয়েছেন বাড়ির প্রভাবশালী শাহেদ আলী ও রজব আলী গংরা। তিনি আরও জানান, এই দুই দাগের রেকর্ডীয় মালিক রাবেয়া খাতুন, আসকর আলী ও রহিমা বেগম। তারা সবাই দরিদ্র। স্থানীয় বাসিন্দারা জানান, রেকর্ডীয় মালিকের পুরাতন ঘরের পাশের ৬ ফুট রাস্তা দিয়ে সারাজীবন চলাচল করেছেন বাড়ির মানুষ। এখন নতুন ঘর নির্মাণ করে হঠাৎ রাস্তা বন্ধ করে দেয়ায় বাড়ির মানুষ চলাচল বন্ধ হয়েছে। আমরা গ্রাম্য সালিশে সমাধানের চেষ্টা করেছি অনেকবার। রাস্তা বন্ধের বিষয়ে এখন থানায় অভিযোগ হয়েছে। অভিযুক্ত ব্যক্তি শাহেদ আলী ও রজব আলী জানান, যে জায়গায় ঘর নির্মাণ করা হয়েছে সেই জায়গার পাশ দিয়ে আমরা চলাচল করতাম। হঠাৎ করে রেকর্ডীয় মালিক পূর্বের ছাপটা ঘর ভেঙে নতুন করে বসতঘর নির্মাণ করায় আমাদের তিনটি পরিবারের চলাচলের রাস্তা সরু হয়ে গেছে। এ নিয়ে সদর মডেল থানায় একাধিক অভিযোগ করেছি। পুলিশ এসে সরেজমিন পরিদর্শন করেছে। গ্রাম্য সালিশেও এটার সমাধান হয়নি। রেকর্ডীয় মালিকের স্বজন সিদ্দিক আলী জানান, গ্রামের মানুষের চলাচলের রাস্তার উপর দীর্ঘদিন আগে প্রভাবশালী রজব আলীও পাকাঘর নির্মাণ করেছেন। এতে কেউ বাধা দেয়নি। রেকর্ডীয় মালিকের ঘরের পিছন দিকে যে জায়গা দেয়ার কথা উঠেছে। এই জায়গায়ও আপত্তি আছে আমাদের। যদি ন্যায্য সালিশ হয়, তবেই আমরা মানি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সৌর বিদ্যুৎ প্রকল্প কাজে আসেনি, শাল্লার পাঁচ গ্রাম অন্ধকারে

সৌর বিদ্যুৎ প্রকল্প কাজে আসেনি, শাল্লার পাঁচ গ্রাম অন্ধকারে