বিধবা নারীর ঘর নির্মাণে প্রভাবশালীদের বাঁধা
- আপলোড সময় : ০৮-০১-২০২৫ ১২:২১:৫৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৮-০১-২০২৫ ১২:২১:৫৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গ্রামের মধ্যপাড়ায় দরিদ্র রাবেয়া খাতুন গংদের রেকর্ডিয় জায়গায় নিজস্ব ঘর নির্মাণ বন্ধ করে রেখেছে একই বাড়ির প্রভাবশালী শাহেদ আলী গং। এ ব্যাপারে সম্প্রতি সদর থানায় অভিযোগ দাখিল করেছে ওই প্রভাবশালীরা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দরিদ্র পরিবারের ফরিদ মিয়া জানান, রতনশ্রী মৌজার জেএল নং-১৪, খতিয়ান নং-২০২, দাগ নং-১৬১০, ১৬৫২। এই দুই দাগে মোট ৬০ শতক জায়গা রয়েছে। পরিমাপ করে ১৬৫২ দাগে সাড়ে শতাংশ জায়গা কম পাওয়া যায়। এই জায়গা জোর দখলে নিয়েছেন বাড়ির প্রভাবশালী শাহেদ আলী ও রজব আলী গংরা।
তিনি আরও জানান, এই দুই দাগের রেকর্ডীয় মালিক রাবেয়া খাতুন, আসকর আলী ও রহিমা বেগম। তারা সবাই দরিদ্র।
স্থানীয় বাসিন্দারা জানান, রেকর্ডীয় মালিকের পুরাতন ঘরের পাশের ৬ ফুট রাস্তা দিয়ে সারাজীবন চলাচল করেছেন বাড়ির মানুষ। এখন নতুন ঘর নির্মাণ করে হঠাৎ রাস্তা বন্ধ করে দেয়ায় বাড়ির মানুষ চলাচল বন্ধ হয়েছে। আমরা গ্রাম্য সালিশে সমাধানের চেষ্টা করেছি অনেকবার। রাস্তা বন্ধের বিষয়ে এখন থানায় অভিযোগ হয়েছে।
অভিযুক্ত ব্যক্তি শাহেদ আলী ও রজব আলী জানান, যে জায়গায় ঘর নির্মাণ করা হয়েছে সেই জায়গার পাশ দিয়ে আমরা চলাচল করতাম। হঠাৎ করে রেকর্ডীয় মালিক পূর্বের ছাপটা ঘর ভেঙে নতুন করে বসতঘর নির্মাণ করায় আমাদের তিনটি পরিবারের চলাচলের রাস্তা সরু হয়ে গেছে। এ নিয়ে সদর মডেল থানায় একাধিক অভিযোগ করেছি। পুলিশ এসে সরেজমিন পরিদর্শন করেছে। গ্রাম্য সালিশেও এটার সমাধান হয়নি।
রেকর্ডীয় মালিকের স্বজন সিদ্দিক আলী জানান, গ্রামের মানুষের চলাচলের রাস্তার উপর দীর্ঘদিন আগে প্রভাবশালী রজব আলীও পাকাঘর নির্মাণ করেছেন। এতে কেউ বাধা দেয়নি। রেকর্ডীয় মালিকের ঘরের পিছন দিকে যে জায়গা দেয়ার কথা উঠেছে। এই জায়গায়ও আপত্তি আছে আমাদের। যদি ন্যায্য সালিশ হয়, তবেই আমরা মানি।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ